সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

সোনারগাঁয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলেক্ষ্যে আলোচনা সভা


নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলা আন্তর্জাতিক নারীদিবস উপলেক্ষ্যে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুর ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডালিয়া লিয়াকত চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁও। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, কাউন্সিলার জায়েদা আক্তার মনি, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহ রিনা জাহান, উপজেলা সংগঠক সাইফুল আলম, সাবেক ভাইচ চেয়ারম্যান কহিনুর ইসলাম রুমা , মহিা নেতৃ জাহানারা বেগম।  প্রধান অতিথি ডালিয়া লিয়াকত বক্তব্যে বলেন ‘নারী পুরুষের সমতায় উন্নয়নের যাত্রায় বদলে যাব বিশ্ব কর্মে নতুন মাত্রা কোন সর্তেই আঠার আগে বিয়েনয়’ এই স্লোগান কে সামনে রেখে তিনি বলেন এদেশের প্রধান মন্ত্রি নারী, বিরাধী নেতৃ নারী স্পিকার নারী তাছারা বিভিন্ন কার্যলয়ে নারিরা কর্মরত আছে। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করিলে একটি দেশ উন্নয়ন হবে । উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুর ইসলাম বক্তব্যে বলেন নারীদের পরিচয় কেবল একজন স্ত্রী, গৃহিনী, মেয়ে হিসেবে নয়, নারীদের পরিচয় হতে হবে একজন সংগ্রামী হিসেবে। নারীদেরকে নিজেদের অধিকারের জন্য যেমনি সংগ্রাম করতে হবে তেমনি নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাজা যেমন রাজ্য চালায় তেমনি রাজাকে চালায় রানী তাই নারী পুরুষ বলতে কিছুই নাই , সবাই মানুষ।  অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোহরা মেম্বার, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী অংশ গ্রহন করেন।

নিজ অর্থায়নে বৃদ্ধের জন্য ঘর নির্মাণ করলেন দারোগা আজাদ


নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সনমান্দি ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের রূপবাহার (৭৫), নামে এক অসহায় বৃদ্ধাকে শারীরিক চিকিৎসা ও একটি বসতঘর নির্মাণ করে দিলেন সোনারগাঁও থানা পুলিশের এএসআই আবুল কালাম আজাদ। গতকাল রোববার বিকেল ৪টার দিকে সোনারগাঁও থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মো. মঞ্জুর কাদের ,সনমান্দি ইউ পি,চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, ও জেলা পরিষদের মেম্বার মো. নুরে আলম খান , মমিন মেম্বার, মহিলা মেম্বার লুৎফা  দেওয়ান কামাল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৃদ্ধা রূপবাহারকে নির্মাণকৃত ঘরটি হস্তান্তর করা হয়। চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বক্তব্যে বলেন মানুষ মানুষের জন্য , আজকে মানুষের বিবেক আছে বলে এমন মহান কাজ পুলিশ করতে পারে, এক সময় মানুষ পুলিশকে দেখে দুরে থাকতো, কারন কোন বিপদে পড়ে যায়, কিন্তু সোনারগাঁ থানা ওসি মঞ্জুর কাদের    আসার পর  মাদক মুক্ত হয়েছে, ইতি পূর্বে ৫৬৩ টি মদক বিক্রেতাকে সাজা দিযেছে, আজ সোনারগাঁ মাদক মুক্ত। এখন পুলিশ জনগনের বন্ধু, তিনি আরো বলেন আমি সনমান্দি জন্য সারা জিবন কাজ করে যাব, মাত্র ৬ মাসে আমি অনেক গুলি রান্তার কাজ করেছি। তিনি রূপবাহার সম্বধ্যে বলেন আমি যখন শুনেছি তৎপর বয়সকর ভাতা দিয়েছি। আমি সবধাই খেয়াল করে যাব।   এ সময় উপস্থিত লোকজনদের সঙ্গে নিয়ে মিলাদ-মাহফিল আয়োজন করা হয়। পুলিশের এএসআই আবুল কালাম আজাদের এমন মহত্ত্বতা দেখে সোনারগাঁওয়ের সাধারণ মানুষের মুখে মুখে দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকবে বলে এলাকাবাসীর অভিমত।
এ ব্যাপারে সোনারগাঁও থানার পুলিশের এএসআই আবুল কালাম আজাদের সঙ্গে কথা হলে তিনি জানান,  গত ২৭ জানুয়ারী সনমান্দি পূর্ব পাড়া মসজিদের জুমার নামাজের সময় মুসল্লিদের উদ্দেশ্যে জঙ্গী ও মাদক বিরোধী আলোচনা শেষে থানায় ফিরছিলেন। এ সময় পথে মধ্যে জনৈক এক ব্যক্তি জানায় যে, রূপবাহার নামে একজন অসহায় বৃদ্ধা মহিলা মানবেতর জীবন যাপন করছে। এ খবর পেয়ে এএসআই আবুল কালাম আজাদ অসুস্থ্য বৃদ্ধা রূপবাহারকে দেখতে যান। পরে জরাজীর্ন একটি ঘর থেকে অসুস্থ্য রূপবাহারকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরবর্তীতে তাকে একটি  বে-সরকারী হাসপাতালে চিকিৎসা প্রদান করে সুস্থ্য করে তোলেন। খোঁজ খবর নিয়ে জানতে পারেন, বৃদ্ধা রূপবাহারের কোন স্বামী, ছেলে, মেয়ে ও আত্মীয়স্বজন নেই। তাই এএসআই আবুল কালাম আজাদ তার নিজের ভবিষৎতের তহবিল (জিপিএফ) ফান্ডের জামানো টাকা উত্তোলন করে একটি সুন্দর ঘর নির্মান ও ঘরের আসবাবপত্র কিনে দেন বৃদ্ধা রূপবাহারকে।

সোনারগাঁয়ে ১০ ভূয়া ডিবি পুলিশ গ্রেফতার


সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাস ষ্ট্যান্ডে বুধবার সকালে ১০ জন ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন, নুর ইসলাম (৩২), নুরুজ্জামান মোল্লা (৪৫), কুদ্দুস(৩০), হেলাল (৩৬), মোঃ মোজাম্মেল হোসেন(৪৪), মনির হোসেন(৩৬), মাসুদ রানা(২৯), এনামুল হক(৪০), মাসুদ করিম(৪০) ও মিঠু খান(৫০)।
জেলা পুশি সুপার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ জন ভূয়া ডিবি পুলিশ ৬৫ লাখ টাকা ছিনতাই করার উদ্ধেশ্যে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই মোঃ আঃ হক সিকদার এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ছিনতাইকারীদের গ্রেফতার করতে অভিযান শুরু করে। অভিযান চলাকালে দুপুর দেড়টার দিকে মহাসড়কের লিজা পাম্পের সামনে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করার চেষ্টাকালে ১০ ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকেডিবি ডিএমপি লেখা ৩টি কটি, ১টি ওয়াকিউটকি সেট, ১ জোড়া হ্যান্ডকাপ, ৩টি বেতের লাঠি, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সাংবাদিক ষ্টিকার লাগানো ১টি প্রাইভেটকার (ঢাকা- মেট্টো-গ-২৫-৯০৬৮ ও পুলিশ ষ্টিকার লাগানো ১টি নোয়া গাড়ি (ঢাকা-মেট্টো-চ-১১-৪৭৮৬) উত্তেফাক পত্রিকার ড্রাইভার মিঠু খান নামে ১টি আইডি কার্ড ও হেলাল হোসেন নামে একটি হিউম্যান রাইটসের আইডি কার্ড উদ্ধার করি।

সোনারগাঁয়ে দুধর্ষ ডাকাতি


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গত সোমবার গভীর রাতে বঙ্গালবাড়ী ও বরগাঁও চেয়ারম্যানপাড়া গ্রামে ১০/১২ জনের কালো  মুখশ পরিহিত ডাকাতদল অত্যাধুনিক অস্ত্র  নিয়ে হানা দেয়। এ সময় ডাকাতদল বাড়ির প্রধান ফটক এর তালা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইল সেট সহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার সাদিপুর ইউনিয়নের বঙ্গালবাড়ি গ্রামের ব্যবসায়ী ইয়াজ উদ্দিনের বাড়িতে ১০/১২ জনের কালো মুখস পরিত ডাকাতদল অত্যাধুনিক অস্ত্র  নিয়ে হানা দিয়ে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা নগদ ২৫ হাজার টাকা মোবাইল সেট স্বর্ণলংকার সহ দের লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে একই রাতে বড়গাঁও চেয়ারম্যাানপাড়া গ্রামে বাহর আলীর চেয়ারম্যানের বাড়িতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা মোবাইল সেট স্বর্ণলংকার সহ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ মঞ্জুর কাদেরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

সেই মাদরাসা শিক্ষক গ্রেফতার

চোর আখ্যা দিয়ে হাফেজ আবু সহিদ নামে এক মাদারাসার শিক্ষার্থীকে হাত-পা বেঁধে রড দিয়ে পেটানো সেই শিক্ষক রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার থানার শালমদী এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন সনমান্দি এলাকার নুরুজ্জামানের ছেলে। মাদরাসা ছাত্রকে পেটানোর ঘটনায় এর আগে ওই শিক্ষার্থীর বাবা জসিমউদ্দিন থানায় একটি মামলা করেন।
শিক্ষার্থীকে অমানুষিকভাবে পেটানোর ঘটনাটি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে টনক নড়ে পুলিশের।
হাফেজ আবু সহিদ এ-টুজেড নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গত শালমদী ইসলামিয়া হাফিজিয়ায় মাদরাসায় অমানুষিক নির্যাতনের শিকার হন হাফেজ আবু সহিদ। মাদারাসার শিক্ষার্থী রিফাত নামের অপর শিক্ষার্থীর ব্যাগ থেকে ৭০০টাকা খোয়া যায়। ওই ঘটনা চোর আখ্যা দিয়ে হেফজ বিভাগের শিক্ষার্থী হাফেজ আবু সহিদকে একটি কক্ষকে আটক করে। পরে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাসেল ও রহমানের সহযোগিতায় হাত-পা ও মুখ বেঁধে রড ও লাঠি দিয়ে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালানো হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পাষন্ড শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় শিক্ষককে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

সোনারগাঁওয়ে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি খোকা


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন সময়ে বিএনপি ও আওয়ামীলীগের সংসদ সদস্যগন একের পর এক সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরনী পার করলেও শেষ পর্যন্ত অজ্ঞাত কারনে বাস্তবায়ন হয়ে উঠেনি। দীর্ঘ বছর প্রতিক্ষার পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নের ভাটিচর, ইমানের কান্দি ও নাজির পুর গ্রামের সংযোগ সেতুর কাজের উদ্বোধন করে তা বাস্তবায়ন করা হলো।
সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফলে এ এলাকার ১০টি  গ্রামের কৃষক, দিনমজুরসহ সকল পেশাজীবির মানুষের মুখে হাসি ফুটেছে। এদিকে বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের পর  সোমবার এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় কয়েক হাজার গ্রামবাসী আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরন করেছেন।
সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, ব্যবসায়ী হাজী আনোয়ার হোসেন, সনমান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন, ফিরোজ আহমেদ, মাসুদ রানা, মল্লিক হোসেন হিরু, কাজী লিটু, আব্দুল কাদির জিলানী, কবীর প্রধানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এলাকাবাসী জানান, ভাটিচর, নাজিরপুর, ইমানেরকান্দি, চরলাল, মগবাজার, নীলকান্দাসহ ১০ গ্রামের প্রায় এক লাখ লোকের যাতায়ত এ সড়কে। সড়ক থাকলেও নাজিরপুর খালে বাশের সাঁকো ব্যবহার করে স্থানীয়দের যাতায়াত করতে হয়। ফলে এলাকাবাসী এক প্রকার দূর্ভোগে ছিলেন। স্বাধীনতার পর থেকে সোনারগাঁওয়ে জনপ্রতিনিধিরা এ সেতু  বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। কিন্তু কোন জনপ্রতিনিধিই এ সেতুর ভিত্তিপস্তুর স্থাপন করেননি। একের পর এক প্রতিশ্রুতি দিয়ে কেবলই নির্বাচনী বৈতরণী পার করতেন। নির্বাচনে বিজয়ি হয়ে আর কোন খোঁজ খবর নিতেন না। এ নিয়ে ১০ গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে আসছিল। বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এ সেতু বাস্তবায়নের জন্য কাজ করেছেন। এরই অংশ হিসেবে ভাটিচর, ইমানের কান্দি ও নাজির পুর গ্রামের সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করে নির্মাণ কাজ শুরু করেছেন। সম্প্রতি সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা ওই এলাকায় উপস্থিত হলে গ্রামবাসী তাদের দীর্ঘদিনের দাবী বাস্তবায়নে জোরদাবী জানান। এরই ধারাবাহিকতায় সোমবার এসেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একমাত্র ইংরেজী মাধ্যম স্কুলের ‘মাসকো স্কুল কাঞ্চন’ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) স্কুল মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত পুরস্কার বিতরণী সভায় স্কুলের পরিচালক ফাহিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও মাসকো স্কুল কাঞ্চনের প্রতিষ্ঠাতা এম এ সবুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র স্কুলের অধ্যক্ষ খুরশিদ জাহান, মাসকো গ্রুপের ব্যবস্থাপক মকবুল হোসাইন, শিক্ষক সাদিউজ্জামান, তাসমিম সুলতানা বৃষ্টি, সালেহা আক্তার জলি, আতিকুল ইসলাম, গৌতম চন্দ্র দাস, আয়েশা রহমান ও পারভেজ প্রমুখ।
ক্রীড়ানুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা দেশপ্রেমের চেতনায় নবসূর্য উদয়ের মনোরম ডিসপ্লে উপস্থাপন করেন।

রূপগঞ্জে চাঁদাবাজ ২ পুলিশকে গণধোলাই



নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ রেকার দিয়ে সিএনজি অটোরিক্সা আটক করে দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় এক অটোচালককে দুই পুলিশ সদস্য পিটিয়ে আহত করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে সিএনজি চালকরা ও এলাকাবাসী ওই দুই পুলিশকে গণধোলাই দিয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টারদিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যেক্ষদর্শী ও অটো চালকরা জানান, তারা পুলিশ প্রশাসনকে মাসিক হারে চাদাঁ দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কে সিএনজি অটোরিক্সা চালিয়ে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টারদিতে হঠাৎ গোলাকান্দাইল মোড়ে রেকার নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ লাইনের এএসআই অসীম স্থানীয় ভায়েলা এলাকার মজিবুরের ছেলে বিল্লাল হোসেন তার চালিত অটোরিক্সা নিয়ে আসা মাত্র তার গতিরোধ করে এবং তার কাছে ৫‘শ টাকা  চাদাঁ দাবী করে। এসময় অটোরিক্সা চালক বিল্লাল চাঁদা দিতে পারবেনা জানালে ক্ষিপ্ত হয়ে এএসআই অসীম ও নায়েক সেকান্দরসহ তাদের ৩/৪জন সোর্স বিল্লাল হোসেনকে পিটিয়ে তার ডান হাত ভেঙ্গে দেয়। এদিকে এ ঘটনা গোলাকান্দাইল ষ্ট্যান্ডসহ আশেপাশে ছড়িয়ে পড়লে প্রায় অর্ধশতাধিক সিএনজি চালকসহ এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে এসআই অসীম ও নায়েক সেকান্দদের উপর হামলা চালায়। গণধোলাই দিয়ে তাদের গুরুতর আহত করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুলতা ফাঁড়ি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করান। এ ঘটনায় সিএনজি চালক বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক, অটোচালককে জিজ্ঞাসবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত করে দোষী যে কেউ হোক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

অস্ত্র ঠেকিয়ে মটরসাইকেলসহ ১২ লাখ টাকা ছিনতাই


নারায়ণগঞ্জ রূপগঞ্জে ছিনতাইকারীরা ইটভাটার মালিক সাইফুল ইসলামকে অস্ত্র ঠেকিয়ে তার মটরসাইকেলসহ ১২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাধাঁ দেয়ায় ছিনতাইকারীরা ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর আহত করে। গত মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার তাড়াইল এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, সে তাড়াইল এলাকার নুরুল ইসলাম দয়ালের ছেলে। তিনি স্থানীয় কেবিসি ইটভাটার মালিক। মঙ্গলবার রাত সাড়ে ১০টারদিকে তিনি ব্যবসায়িক কাজ শেষ করে মটরসাইকেল যোগে ইটভাটা থেকে ইট বিক্রির ১২ লাখ টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে কাঞ্চন-ঘোড়াশাল সড়কে উঠা মাত্র ৫/৬ জনের একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গতিরোধ করেন।
এসময় ছিনতাইকারীরা ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে তার ব্যবহৃত মটরসাইকেল ও সঙ্গে থাকা ইট বিক্রির ১২ লাখ টাকা ছিনিয়ে নেন। বাধাঁ দেয়ায় তাকে পিটিয়ে গুরুতর আহত করে ছিনতাইকারীরা পালিয়ে যান।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

রূপগঞ্জে শ্রমিক নেতাদের বিরুদ্ধে শ্রমিকদের বিক্ষোভ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার উত্তরা জুটি ফাইবার ইন্ডাষ্ট্রিজের শ্রমিক ইউনিয়নের নেতাদের অব্যাহতি ও ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। গতকাল সোমবার দুপুরে জুট মিলের ভিতরে সংগঠনের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ফটিক মিয়ার অব্যাহতি দাবি করে শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভকারী একাধিক শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানিয়ে আসলেও তা মিল মালিক মানছে না। জুট শ্রম আইনে মজুরি নির্ধারণ করা হলেও মিল মালিকদের সাথে আতাঁত করে উত্তরা জুট ফাইবার ইন্ডাষ্ট্রিজের শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ফটিক মিয়া কালক্ষেপন করে আসছে। শ্রমিকদের দিয়ে ৮ ঘন্টার স্থলে ১২ঘন্টা কাজ করালেও বেতন বৃদ্ধি করা হচ্ছে না। শ্রমিকদের অতিরিক্ত টাকা উত্তোলন করে শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ফটিক মিয়া আত্মসাত করছে। তদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই চাকুরিচ্যুত করা হয়। নির্যাতন করা হয় শ্রমিকদের।
এ ব্যাপারে উত্তরা জুট ফাইবার ইন্ডাষ্ট্রিজের জেনারেল ম্যানেজার আব্দুল কাদির জানান, শ্রমিক ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদের নির্ধারিত বেতন নিয়মিত প্রদান করা হয়। শ্রমিক ইউনিয়নের নেতাদের প্রতি ক্ষুদ্ধ হয়ে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। তবে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকেরা কোনো বিক্ষোভ করছে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে শ্রমিক নেতাদের সাথে কথা বলে শ্রমিকদের ন্যায় দাবি পূরণের চেষ্টা করা হবে।
শ্রমিক নেতা কামাল হোসেন জানান, শ্রমিকদের আনীত সকল অভিযোগ সঠিক নয়। শ্রমিকেরা গত কয়েকদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন।

রূপগঞ্জে জামদানি স্কুল চালু

রূপগঞ্জে জামদানি শিল্পের সঙ্গে জড়িত শ্রমজীবী কর্মীদের জন্য জামদানি স্কুল চালু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় রূপগঞ্জ উপজেলা তারাবো এলাকার জামদানি পল্লীতে ব্র্যাক আড়ংয়ের এই জামদানি স্কুল উদ্বোধন করা হয়।
আড়ংয়ের সহযোগিতায় স্থাপিত এই বিশেষ স্কুলটির শুভ উদ্বোধন করেন আড়ংয়ের চীফ অপারেটিং অফিসার মো. আব্দুর রউফ।
জামদানি শাড়ি উৎপাদন প্রক্রিয়ায় যেসব স্কুল ঝড়ে পড়া কর্মীরা কাজ করছেন, তাদের  বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও আড়ং যৌথভাবে এই স্কুলের ব্যবস্থা করেছে।
স্কুল ঝড়ে পড়া কর্মী যাদের বয়স ১০-১৭ বছরের মধ্যে তাদের আবার স্কুলে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যেই আড়ংয়ের এই উদ্যোগ। স্কুলের শিক্ষা পাঠ্যক্রম ৩ বছর মেয়াদী। এই তিন বছরে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষাসহ টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা (১ম-৩য় শ্রেণী পর্যন্ত) প্রদান করা হবে। এর ফলে শিক্ষার্থীদের কারিগরী দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি পাবে। এই স্কুলটি দৈনিক আড়াই ঘণ্টাা করে সপ্তাহে চার দিন পরিচালিত হবে। স্কুল কার্যক্রম পরিচালনার যাবতীয় ব্যয় ভার আড়ং প্রদান করবে।
আড়ং উৎপাদন প্রক্রিয়ায় কোন শিশু শ্রম সমর্থন করে না, কিন্তু জামদানি পল্লীতে ১৮ বছর বয়সী কোন কর্মী নতুন করে তাঁতির কাজ শেখে না। তাই ভবিষ্যত কারিগর তৈরীর জন্য শিশু বা কিশোর বয়সী ছেলেমেয়েরা কাজ করে। এ শিল্পের সঙ্গে জড়িত কর্মীর শিক্ষা নিশ্চিত করার জন্য ব্র্যাক আড়ং জামদানি স্কুলের উদ্যোগ গ্রহণ করেছে।
জেলা ব্র্যাক প্রতিনিধিসহ আড়ংয়ের ডিজিএম, এজিএম, সহকারী ম্যানেজার, ডিজানাইনার এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির সিনিয়র ম্যানেজার মো. নজরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ব্র্যাক নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে জেলা ব্র্যাক প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

রূপগঞ্জে ভন্ডপীর আনিছুল হকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ


রূপগঞ্জে ভন্ডপীর আনিছুল হকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা করেছে স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ২টায় এলাকার শত শত মুসল্লি ও জনতা জুমার নামাজ শেষে উপজেলার মাসাবো এলাকায় একটি বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা করেন।
সভায় আলহাজ দ্বীন মোহাম্মদ দিলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আলহাজ মো. পনির, ডা. মো: রিপন, মো: বাবুল মিয়া, ডা. মো: মজিবুর রহমান, মাওলানা মজিবুল্লাহ সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, গত বছর রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকায় ভন্ডপীর আনিছুল হক একটি মাজারের নামে আস্তানা তৈরি করেন। তিনি স্বপ্নে কিশোরী নারীকে ধর্ষণ ও এবং ওই কিশোরীকে বিয়ে না করলে তিনি মারা যাবেন বলে প্রস্তাব দেন। পরে নানা প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে বিয়ে করেন। ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি রাতে সুমাইয়া আক্তার (১৪) নামে এক কিশোরীকে ভন্ডপীর আনিছুল হক বিয়ের সব আয়োজন করেন। তার এ অপকর্ম প্রমাণিত হলে এলাকাবাসী ভন্ডপীর আনিছুল হকের আস্তানায় অগ্নিসংযোগ করে তাকে বিতাড়িত করেন। ওই ভন্ডপীর এলাকার অনেক কিশোরী ও নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেছিল। আবারো ওই ভন্ডপীর আনিছুল হক এলাকায় এসে মাজার ব্যবসার অন্তরালে অনৈতিক কর্মকান্ডের পায়তারা করছে। অবিলম্বে ভন্ডপীর আনিছুল হককে গ্রেফতারের দাবি জানান তারা।

রূপগঞ্জে ট্রাক চাপায় ছাত্রলীগ কর্মী রিয়াদ নিহত


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চাপায় রিয়াদ (২২) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় রাকিব নামে আরো এক জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর কলাবাগানের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সে। নিহত রিয়াদ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন নবগ্রাম এলাকার দুলাল মিয়ার ছেলে।
নিহতের বাবা জানান, বিকেলে রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় মটরসাইকেল চালক রিয়াদ ও রাকিব গুরুতর আহত হয়। পরে তাদের রাজধানীর কলাবাগানের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা যান। আহত রাকিব মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘাতক ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

বন্দরে একযোগে র্দুণীতি বরিোধী মানববন্ধন অনুষ্ঠতি

সারাদশেরে ন্যায় শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জরে বন্দরে একযোগে র্দুণীতি বরিোধী মানববন্ধন ও সমাবশে অত্যন্ত শান্তপর্িূণ পরবিশেে অনুষ্ঠতি হয়। সটিি র্কপােরশেনরে ৯টি ওর্য়াড ও উপজলোর ৫টি ইউনয়িনরে সবক’টি শক্ষিা প্রতষ্ঠিান তাদরে স্ব স্ব এলাকায় শক্ষর্িাথীদরে নয়িে সমবতে হয়। কদমরসুল বশি^ বদ্যিালয় কলজেরে মানববন্ধনে নতেৃত্ব দনে র্দুণীতি দমন কমশিন(দুদক)এর র্কমর্কতাবৃন্দ। এছাড়া বন্দর উপজলো পরষিদরে চয়োরম্যান আতাউর রহমান মুকুল,উপজলো নর্বিাহী অফসিার মৌসুমী হাববি,উপজলো সহকারি কমশিনার(ভূম)ি নাহদি সুলতানা ও বন্দর থানার অফসিার ইনর্চাজ মোঃ আবুল কালামসহ প্রতষ্ঠিানরে অধ্যক্ষ ও গর্ভনংি বড’ির র্কমর্কতা এবং বভিন্নি শক্ষিা প্রতষ্ঠিানরে প্রধাণ,শক্ষিা-শক্ষিকিা,ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থতি ছলিনে। এ সময় তারা র্দুনীতি প্রশ্রয় দবিনা,র্দুনীতি মনেে নবিনা ইত্যাদি শ্লোগানে মুখরতি করে তোল।ে অপরদকিে সোনাকান্দাস্থ ঐতহিাসকি সোনাববিি রোডে বএিসইসি ডকইর্য়াড এন্ড ইঞ্জনিয়িারংি ওর্য়াক উচ্চ বদ্যিালয়,সোনাকান্দা উচ্চ বদ্যিালয়,বন্দর উপজলো রোডে হাজী ইব্রাহমি আলমচান মডলে স্কুল এন্ড কলজে,সকিদার আবদুল মালকে উচ্চ বদ্যিালয়,পুরান বন্দরে নাসমি ওসমান মডলে স্কুল,কাইকারটকেে শামসুজ্জোহা এমবি ইউনয়িন উচচ বদ্যিালয়,কামতাল হালুয়াপাড়ায় শখে জামাল উচ্্চ বদ্যিালয়,বাগদোবাড়ীয়ায় নাগনিা জোহা উচ্চ বদ্যিালয়,কলাগাছয়িায় আলহাজ¦ খোরশদেুন্নচ্ছো উচ্চ বদ্যিালয়,কুঁড়পিাড়া উচ্চ বদ্যিালয়,মদনপুর রহমানয়িা উচ্চ বদ্যিালয়,কুশয়িারায় হাজী আবদুল মালকে উচ্চ বদ্যিালয়,কলাগাছয়িা ইউনয়িন উচ্চ বদ্যিালয় ও বন্দর ইসলাময়িা ফাযলি মাদ্রাসাসহ সকল শক্ষিা প্রতষ্ঠিান।

জেলা বিএনপির কমিটি নিয়ে রূপগঞ্জে তৃনমূলে ক্ষোভ


নারায়ণগঞ্জ জেলা বিএনপির ২৬ সদস্যের আংশিক কমিটির তালিকা গত ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হয়েছে। এর আগের দিন কাজী মনিরুজ্জামান মনিরকে সভাপতি ও অধ্যাপক মামুন মাহমুদকে সাধারণ সম্পাদক করে জেলা বিএনপির আংশিক কমিটির গঠন করা হয়। ওই কমিটির ঘোষণা করায় রূপগঞ্জের তৃণমূলে চরম ক্ষোভ বেড়েছে।
নতুন কমিটিতে সহ-সভাপতি হলেন শাহ আলম, খন্দকার আবু জাফর, জান্নাতুল ফেরদৌস, শামসুজ্জামান, আবুল কালাম আজাদ বিশ্বাস, আজহারুল ইসলাম মান্নান, আব্দুল হাই রাজু, মনিরুল ইসলাম রবি, ব্যারিষ্টার পারভেজ আহমেদ, লুৎফর রহমান, যুগ্ন সম্পাদক পদে লুৎফর রহমান খোকা, এম এ আকবর, সাংগঠনক সম্পাদক পদে জাহিদ হাসান রোজেল, নজরুল ইসলাম পান্না, মাসুকুল ইসলাম রাজীব, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল হোসেন, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, রুহুল আমিন, সদস্য পদে সাবেক এমপি রেজাউল করি, গিয়াসউদ্দিন, বদরুজ্জামান খান খসরু, নজরুল ইসলাম আজাদ, আতাউর রহমান আঙ্গুর ও মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুকে রাখা হয়েছে।
কমিটির ঘোষণার পর থেকেই রূপগঞ্জের সর্বত্রই বিএনপির তৃণমূলে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই রাজনীতি থেকে অবসর নেয়ার ঘোষণা দিয়েছেন। জেলা ওলামাদলের সভাপতি ও রূপগঞ্জের যাত্রামুড়া এলাকার বাসিন্দা মুন্সি সামছুর রহমান খান বেনু বলেন, যেই কাজী মনিরুজ্জামান গত ৫ বছরে তারাব পৌরসভা এলাকায় একটি সভা-সমাবেশ করতে পারেনি। তাকে দেয়া হয়েছে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব। যে দলের শীর্ষ নেতারা টাকার কাছে বিক্রি হয়ে পদ বিতরণ করে সেই দল থেকে ভাল কিছু আশা করা যায় না।
তিনি আরো বলেন, ছাগল দিয়ে হাল চাষ হলে, গরুর প্রয়োজন পড়ে না। দীর্ঘদিন ধরে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেও তিনি কোনো নেতার সাথে যোগাযোগ রক্ষা করতে পারেনি। আজ টাকার বিনিময়ে জেলার র্শীষ পদটি বাগিয়ে এনেছেন। তাকে দিয়ে দলও কিছু আশা করতে পারে না। কাজী মনিরের নিজস্ব মালিকানাধীন ম্যাক্স স্যুয়েটার গার্মেন্টস মিলনায়তন ছাড়া অদ্যবধি কোনো সভা করে দেখাতে পারেনি দলকে।
খোঁজ নিয়ে জানা গেছে, জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আলম বিগত দিনের আন্দোলন সংগ্রামে বিন্দুমাত্র ভুমিকা ছিল না। ফতুল্লার নিজ ব্যবসা প্রতিষ্ঠান কেন্দ্রিক রাজনীতি ছিল তাঁর। নেই থানায় কোনো জিডি, নেই কোন মামলা। একেবারেই নিষ্প্রাণ এ নেতা এখন সহ-সভাপতি। এসি রুমে বসেই কলকাঠি নাড়েন রাজনীতিতে।
অপর সহ-সভাপতি খন্দকার আবু জাফর ও জান্নাতুল ফেরদৌস। তারা বিগত ওয়ান ইলেভেনের সময় দলকে চাঙা রেখেছিলেন। ঝুঁকি নিয়ে তখন বিএনপিকে সক্রিয় রেখেছিলেন এ দুই নেতা। সহ-সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস বিগত কমিটির সাংগঠনিক সম্পাদক থাকলেও আন্দোলনে ছিলেন নিষ্ক্রিয়। তবে সোনারগাঁেয়র আজহারুল ইসলাম মান্নান ছিলেন আন্দোলনে। সহ-সভাপতি আব্দুল হাই রাজু মূলত সাবেক এমপি গিয়াসউদ্দিনের লোক।
যুগ্ন সম্পাদক লুৎফর রহমান খোকা মূলত শাহ আলমের পোষ্য হিসেবে পরিচিত। অপর যুগ্ন সম্পাদক এম এ আকবরের অবস্থাও একই ধরণের। সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পান্না মূলত শাহ আলমের ক্যাডার হিসেবে পরিচিত। যিনি কয়েক বছর আগেও মনিরুল আলম সেন্টুর লোকজনের সঙ্গে বিরোধে জড়িয়ে গুলি ছুড়েছিলেন।
সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রোজেল এখন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক। এক সময়ে ছিলেন তুখোড় ছাত্রদল নেতা। সেই সঙ্গে ছাত্রদলের জেলা সাধারণ সম্পাদক। অপরজন মাসুকুল ইসলাম রাজীব এখনো জেলা ছাত্রদলের আহবায়ক।
জেলা বিএনপির সভাপতি হয়েছেন কাজী মনিরুজ্জামান মনির। আওয়ামী লীগ নেতারা প্রায় সময়ই বলে বেড়াচ্ছেন বিএনপি দিন দিন নিঃশেষ হয়ে যাচ্ছে। যদিও একই বক্তব্য এসেছিল কাজী মনিরুজ্জামানের কণ্ঠেও। সেটাও বছর দুয়েক আগে। আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক থাকা এ নেতার বক্তব্যের প্রতিফলন ঘটতেও যাচ্ছে মনে করেছেন অনেকেই।
জানা গেছে, ২০১৪ সালের ১২ মে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের মাসদাইর বাসায় এক সভায় কাজী মনিরুজ্জামান বিএনপির বিরুদ্ধে বক্তব্য দেন। বক্তব্যে কাজী মনির বলেছিলেন মে-জুন মাসে বিএনপির জানাযা হবে। এতে নারায়ণগঞ্জ জেলাসহ সব উপজেলায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ওই বক্তব্যের প্রতিবাদে পরে নারায়ণগঞ্জে কাজী মনিরুজ্জামানের বহিস্কার দাবি করে মানববন্ধন ও কুশপুত্তলিকা দাহ করে। ২০১৫ সালের ৫ জানুয়ারির পর থেকে দেশে টানা অবরোধ ও বিভিন্ন সময়ে হরতাল শুরু হলেও এখন পর্যন্ত কোনো আন্দোলনে দেখা যায়নি কাজী মনিরুজ্জামানকে। বরং ওই বছরে বিএনপির নেতারা যখন আন্দোলনে ঘর ছাড়া, আন্দোলন করতে গিয়ে বিপর্যস্ত। তখন ২৫ জানুয়ারী বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে একটি মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহনমন্ত্রী শাহ জাহান খান এমপি। ওই সভাতে উপস্থিত ছিলেন কাজী মনিরুজ্জামান। ঢাকার হাতিরপুল এলাকায় অবস্থিত বিজিএমইএ কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএনপির চলমান আন্দোলনের নামে নাশকতার কারণে ব্যবসা বাণিজ্যের যে ক্ষতি হচ্ছে এর বিরুদ্ধে করণীয় সম্পর্কে ঠিক করতে, বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ ও ঢাকার শীর্ষ শ্রমিক সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভাতে কাজী মনিরুজ্জামান বিজিএমইএ এর সাবেক সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বিএনপির আন্দোলনকে চোরাগুপ্তা হামলা, জঙ্গীবাদ এমন কি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় রাজাকারদের ভুমিকার সাথে তুলনা করেন। সমাবেশে শ্রমিক সংগঠন আওয়াজ ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার সরাসরি কাজী মনিরুজ্জামানকে আক্রমন করে বক্তব্য রাখেন। তখন কাজী মনিরুজ্জামানের মুখে হাসি দেখে আরও ক্ষেপে যান নাজমা আক্তার।
মুক্তিযুদ্ধের পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন কাজী মনিরুজ্জামান। পরে ছাত্রলীগ বিভক্ত হলে তিনি জাসদ ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হন। ঢাকসু নির্বাচনে জিএস প্রার্থী হয়েছিলেন তিনি। রক্তাক্ত পঁচাত্তর উত্তর রাজনৈতিক পটপরিবর্তন তার মনে পরিবর্তন নিয়ে আসে। কর্ণেল তাহের যেদিন ফাঁসিতে ঝোলেন, সেদিন তিনি যশোর কারাগর থেকে মুক্তি পান। তার মনে হয় জাসদের ভ্রান্ত রাজনীতিতে পা ফেলা ছিল তার জন্য ভুল। তিনি জাসদ রাজনীতিতে নিষ্ক্রিয় হতে থাকেন। পরে যোগ দেন যুবদলে। এক পর্যায়ে বিএনপি ছেড়ে যোগ দেন জাতীয় পার্টিতে। জাতীয় পার্টি ছেড়ে আবার আসেন বিএনপিতে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করায় রূপগঞ্জের শত শত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদানসহ রাজনীতি থেকে অবসরে চলে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ইতিমধ্যে রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি ও শিল্পপতি নুরুজ্জামান খান, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজু হাসান আলেক, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নাজির হোসেন দেওয়ানসহ শতাধিক নেতা আওয়ামী লীগে যোগদান করেছেন। সমালোচনার ঝড় বইছে তৃণমূলের নেতাকর্মীদের মাঝেও।

রূপগঞ্জে শহীদ মিনার নেই ৫৫০ শিক্ষা প্রতিষ্ঠানে



নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৬ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কেবল মাত্র ৫২টি শহীদ মিনার রয়েছে। এর মধ্যে মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন পর্যায়ে শহীদ মিনার একেবারে নেই বললেই চলে। অনেক মাদ্রাসার শিক্ষকরা শহীদ মিনারে শ্রদ্ধা জানানো পূজা বলেই মনে করেন। তাই ২১ ফেব্রুয়ারী আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নামমাত্র অনুষ্ঠান পালন করা হয়ে থাকে। আবার অনেক প্রতিষ্ঠান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে একেবারেই থাকে বন্ধ। শুধু তাই নয়, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার থাকলেও তা অনেকটা ভগ্নদশা। বরাদ্ধ আর উদ্যোগের অভাবেই শহীদ মিনার সল্পতা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে ঘুরে জানা যায়, রূপগঞ্জের এবতেদায়ী ও দাখিল আলীম মাদ্রাসা রয়েছে ১৯টি,  কওমী মাদ্রাসা রয়েছে ২৭টি, হাফেজিয়া মাদ্রাসা ৪৭টি আর ফোরকানিয়া মাদ্রাসা ৭৪টি। এসব মাদ্রাসায় মধ্যে মাত্র ১৪টি ছাড়া আর কোনটিতে শহীদ মিনার নেই। ফলে আন্তজার্তিক মাতৃভাষা দিবসটি পালন করা হয় না মাদ্রাসার শিক্ষার্থীদের। এমনকি এসব মাদ্রাসায় অধিকাংশটিতে জাতীয় সংগীতও গাওয়া হয়না। মাদ্রাসা শিক্ষকরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণকে ‘শরিয়াহ বিরোধী’ বলে মনে করেন। শুধু জাতীয় পতাকা অর্ধনমিত করেই দায়িত্ব শেষ করেন মাদ্রাসার শিক্ষকরা।
এ প্রসঙ্গে মুড়াপাড়া ফাতেমা-তুজ-জোহারা হাফেজিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইউসুফ আলী বলেন, শহীদ মিনারে ফুল দেয়ার চেয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা উত্তম। আমরা প্রতিবছর তাদের আত্মার মাগফেরাত কামনা করে কোরআন খতমের আয়োজন করি। এদিকে, রূপগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১৩২টি। এসবের মধ্যে ৪/৫টি ছাড়া আর কোন স্কুলে শহীদ মিনার নেই। স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর কোনোটির এক যুগ, কোনোটির ২৫ বছর, আবার কোনটির ৫০ বছর পেরিয়ে গেলেও শহীদ মিনার তৈরি করা হয়নি।
গন্ধর্বপুর স্কুলের প্রধান শিক্ষিকা জোবেদা বেগম বলেন, শহীদ মিনার নাই স্কুল শুরু থেকেই। কেন্দুয়াপাড়া স্কুলের প্রধান শিক্ষক রাম কমল সূত্রধর বলেন, ১৯৭১ সালে স্কুল নির্মাণ হয়েছে। অথচ আজ পর্যন্ত শহীদ মিনার নির্মাণ করা হয়নি। ছেলেমেয়েরা ২১ ফেব্রুয়ারীর দিন নিজেরা কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। শহীদ মিনার নেই উপজেলার ২৬০টি কিন্ডারগার্টেনেও।
কথা হয় গোলাকান্দাইল এলাকার আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক হারুন মিয়ার সঙ্গে। তিনি বলেন, আমাদের নিজেদের কোনো শহীদ মিনার নেই। তবে পাশে উচ্চ বিদ্যালয়ে আছে। সেখানেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করে।
বাগবেড় এলাকার কর্ডোভা প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ বলেন, শহীদ মিনার নেই। তবে পরিকল্পনা রয়েছে শহীদ মিনার তৈরির। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে ৩৪টি। এগুলোর মধ্যে ২/৩টি ছাড়া বাকিগুলোতে শহীদ মিনার রয়েছে।
গণবাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিউল্লা মিয়া বলেন, স্কুলে স্থায়ী কোন শহীদ মিনার নেই। ২১ ফেব্রুয়ারী আসলেই যত সমস্যা। তাৎক্ষণিক ইট দিয়ে শহীদ মিনার বানানো হয়। সেখানে ছাত্র-ছাত্রীরা পুষ্পস্তবক অর্পণ করে, পরে ইট সরিয়ে নেওয়া হয়। এবারো ছাত্র/ছাত্রীরা উদ্যোগী হয়ে তেমন একটি শহিদ মিনার তৈরী করেছে। শহীদ মিনারের জন্য সরকারীভাবে কয়েকবার স্কুলের লিষ্ট নিয়েছিল, কিন্তু কেন জানি হচ্ছে না। উপজেলার ১০টি কলেজের মধ্যে শহীদ মিনার রয়েছে ৬টির।
দাউদপুরের নুরুননেছা কলেজের অধ্যক্ষ সাত্তার খান বলেন, শহীদ মিনার থাকলেও না থাকার মতো। নিজেদের উদ্যোগে করা হয়েছিল কয়েক বছর আগে, এখন ভগ্নদশা।
বিরাব আব্দুল আজিজ মিয়া আয়েশা খাতুন কলেজের অধ্যক্ষ সৈয়দ শাহজামান বলেন, কলেজে ছাত্রছাত্রী নেই, শহিদ মিনার কি করে থাকবে। এছাড়া তারাব পৌর শহীদ মিনার ও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে একটি করে।
এসব প্রসঙ্গে কথা হয় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুর রহমান সরকারের সাথে তিনি বলেন, সরকারি বরাদ্ধ না থাকায় স্কুলে স্কুলে শহীদ মিনার নির্মান করা হয়ে উঠছেনা। আমাদের প্রাথমিক পর্যায়ে যে কয়টি শহীদ মিনার রয়েছে সবগুলোই ব্যক্তি উদ্যোগে করা।
রূপগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, রূপগঞ্জের শহীদ মিনারের সল্পতা রয়েছে এটি সত্য। উপজেলার বিভিন্ন খাত থেকে একটি অংশ রাখা উচিৎ, প্রতিটি স্কুলে শহীদ মিনার বানানোর জন্য। উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলাম বলেন, ২১ ফেব্রুয়ারী পালন করা প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য বাধ্যতামূলক। সরকারীভাবে কোন সঠিক কোন নির্দেশ বা বরাদ্ধ নেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার তৈরী করার। যদি নির্দেশ পাওয়া যায় তাহলে হয়তো করা যেতো।
এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাজাহান ভূইয়া বলেন, ২১ ফেব্রুয়ারী এখন আন্তজার্তিক মাতৃভাষা হিসাবে সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। প্রতিবছর একুশের চেতনা আমাদের জাগিয়ে তোলে। আমাদের উচিৎ একুশকে সমাজের সর্বত্র পৌছে দেওয়া। প্রতিটি স্কুল-মাদ্রাসা-কলেজ এমনকি ওয়ার্ডে-ওয়ার্ডে শহীদ মিনার তৈরি করা। আমরা আমাদের সাধ্যনুসারে গত কয়েক বছরে বেশ কটি শহিদ মিনার তৈরী করেছি। আগামীতে আরো বড় বাজেট বের করা হবে শুধুমাত্র শহিদ মিনার নির্মানের জন্য।

নীল নকশার নির্বাচন এ দেশে আর না : এড. তৈমূর


সরকার দলীয় প্রধান শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে জাতীয় নির্বাচনের অর্থই হলো নীল নকশার নির্বাচন। এক দলীয় নির্বাচন দেশবাসী মেনে নেবে না। এ নীল নকশার নির্বাচন এদেশে আর করতে দেয়া হবে না। আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য দলমত নির্বিশেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার জন্য নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট তৈমূর আলম খন্দকার আহবান জনিয়েছেন।
শুক্রবার (১০ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী খন্দকার বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট তৈমূর আলম খন্দকার এই আহবান রাখেন।
ওলামাদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা ওলামাদলের সভাপতি মুন্সি সামছুর রহমান খান বেনুর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা মাহাবুবুর রহমান, যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন মিয়া, আব্দুল কাইয়ুম, আমির হোসেন, ইদ্রিস আলী, ডা. শাহীন, শাহীনা আক্তার রেহেনা, মোহাম্মদ আলী, আব্দুল হালিম, আজাদ, আলমগীর, তারাব পৌর ওলামাদলের সভাপতি কামাল খান, আব্দুল হাই তালুকদার, আলম মিয়া, আবুল কালাম প্রমুখ।
এড. তৈমূর আলম খন্দকার আরো বলেন, জনগণকে সচেতন থাকতে হবে। ভোট দেয়ার পবিত্র আমানত সরকার বা সরকারী সন্ত্রাসী বাহিনী কেড়ে নিতে পারে না। বিরোধী দলীয় নেতাকর্মীদের শুধু গুম, খুন ও গ্রেফতার নির্যাতন করেই সরকার খ্যান্ত হয়নি। জানমালের নিরাপত্তার বিঘœ ঘটিয়ে গণমানুষের কথা বলা, মিছিল মিটিং করার অধিকার হরণ করেছে। আন্দোলন সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই।

রূপগঞ্জে ৮ বাড়িতে ডাকাতি ॥ ১০ লাখ টাকার মাল লুট

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮’টি বাড়িতে রবিবার (২৭ ফেব্রুয়ারী) গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ এবং ৩১ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। বাধাঁ দেয়ায় ৯ জনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শংকর চক্রবর্তী জানান, উপজেলার হাউলিপাড়া এলাকায় সুজিত পালের ভাড়াটিয়া বাড়িতে রবিবার রাত ২টার দিকে ১২ থেকে ১৪ জনের একদল মুখোশধারী ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে হয়ে হানা দেয়। এ সময় শিক্ষক শংকর চক্রবর্তীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীতে রক্ষিত নগদ ৩৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণাংকার লুটে নেয়। একই কায়দায় ডাকাতরা বাড়ির মালিক সুজিত পালের ঘরে প্রবেশ করে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা লুটে নেয়।
মুড়াপাড়া বাজারের কসমেটিক্স ব্যবসায়ী সালাহউদ্দিন সানীর ও তার বাড়ির ভাড়াটিয়া তারেক মিয়ার ঘরে ডাকাতরা হানা দেয়। এ সময় ডাকাতরা নগদ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোন লুটে নেয়। বাধা দেয়ায় ডাকাতরা সালাহউদ্দিন সানী, তারেক মিয়া, শংকর চক্রবর্তী, তার মেয়ে রূপলী চক্রবর্তী, সুজিত পালকে মারধর করে।
এদিকে উপজেলার হোড়গাঁও এলাকার আকতার হোসেন ও শফিকুল ইসলামের বাড়িতে ডাকাতরা প্রবেশ করে লোকজনকে মারধর করে ১ লাখ ৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিষপত্র লুটে নেয়। দড়িকান্দি এলাকার আলম মিয়া ও জসিম মিয়ার বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতরা লুটপাট চালিয়েছে। বাধা দেয়ায় আকতার হোসেন, শফিকুল ইসলাম, আলম মিয়া, জসিম মিয়াকে মারধর করে। একাধিক বাড়িতে ডাকাতির ঘটনায় পুরো রূপগঞ্জে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, পুলিশ ডাকাতি হওয়া বাড়িঘর পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

নারায়ণগঞ্জে ৮ মাসের শিশু উদ্ধার ॥ ৩ অপহরনকারী গ্রেফতার


ঢাকা মিরপুর শাহ আলী থেকে ৮ মাসের কন্যা শিশু মরিয়মকে নারায়ণগঞ্জে থেকে উদ্ধার করেছে র‌্যাব ১১। এসময় অপহরনকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার রাত ১২ টায় র‌্যাব ১১ সিনিয়র এএসপি মোঃ আলেপ উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি টিম বন্দর ও ফতুল্লা উপজেলা এলাকায় অভিযান চালিয়ে শিশু মরিয়মকে উদ্ধার ও অপহরনকারী সদস্যদের গ্রেপ্তার করে। অপহরনকারী সদস্যরা হলো  মিনারা ওরফে তানিয়া (৪০), মাসুম (৩০) ও তার স্ত্রী মৌসুমী (২১)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিশু অপহরন ও চুরির দায়ে মামলা হয়েছে।
বুধবার (১ মার্চ) দুপুর ২ টায় র‌্যাব ১১ প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে জানাযায়, ১৯ ফেব্রুয়ারী ঢাকা শাহ আলী থানার এলাকার সেতুর ৮ মাসের কন্যা শিশু মরিয়ম বাসা থেকে চুরি হয়েছে। এ ঘটনায় শাহ আলী থানায় জিডি করা হয় যার নং ৮০০।
২০শে ফেব্রুয়ারী র‌্যাব ১১ কাছে লিখিত অভিযোগ দিলে র‌্যাব ১১ সিনিয়র এএসপির আলেপ উদ্দিনের নেতৃত্বে র‌্যাবের একটি টিম বন্দর ফরাজিকান্দা এলাকা থেকে অপহরনকারী চক্রের সদস্য মিনারা ওরফে তারিনাকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়ার তথ্য মতে ফতুল্লা থেকে মাসুম ও মৌসুমী দম্পতির বাসা থেকে অপহরন হওয়া ৮ মাসের শিশু কন্যা মরিয়মকে উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জে গণপরিবহন বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তির শিকার


(সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি): রাজধানীর পাশে ঢাকা-শিমরাইল-আদমজী-কাঁচপুর ও শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কে মঙ্গলবার সকাল থেকেই বন্ধ ছিল গণপরিবহন। এতে করে চরম ভোগান্তির শিকার হন এ রুটে চলাচল করা যাত্রীরা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল থেকেই কাঁচপুর ও শিমরাইল মোড়সহ বিভিন্ন বাস কাউন্টারে ছিল যাত্রীদের উপছেপড়া ভীড়।
গণপরিবহন বন্ধ থাকায় নিজ নিজ গন্ত্যেবে যাওয়ার জন্য এসব যাত্রীদের সিএনজি অটো রিকশা সহ বিকল্প পন্থা ব্যবহার করতে হচ্ছে । এছাড়াও পূর্বাঞ্চালের সড়কেও কোন যানবাহন চলাচল করেনি। প্রতিটি বাসের টিকেট কাউন্টার ছিল বন্ধ।
ষ্টার লাইন কাউন্টারের সত্তাধীকারী মোঃ নজরুল ইসলাম বাবুল জানান, সকাল থেকেই কোন গাড়ি ঢাকা থেকে ছেড়ে না আসায় টিকি বিক্রি বন্ধ রাখা হয়েছে। জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগ না’গঞ্জ জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন আহমেদ চৌধুরী জানায় কেন্দ্রীয় নির্দেশে শান্তিপূর্ন ভাবে এ ধর্মঘট পালন করা হচ্ছে।
এ বিষয়ে কথা হলে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের শিমরাইল ট্রাফিক বক্সে দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোল্লা তাসলিম হোসেন জানান, পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে কোনো যান চলাচল করতে পারছে না। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে এলাকাবাসী সড়ক অবরোধ

(সিদ্ধিরগঞ্জে প্রতিনিধি): বিএনপি’র মহিলা দলের নেত্রী ও নাসিক নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা’র উসকানিতে সরকার ও সিটি করপোরেশনকে জনগনের মূখোমখি দার করার জন্য সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে কয়েকটি মহল্লার শতশত নারী পুরুষ কলস,বালতি নিয়ে সড়র অবরোধ ও বিক্ষোভ করেছে। এসময় সরকার বিক্ষোভ কারীরা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। মঙ্গলবার সকাল ১০ টায় ডেমরাÑনারায়ণগঞ্জ সড়কে চৌধুরীবাড়ি বাসষ্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ করা হয়।
এ সময় সড়কটির দুই ধারে ১কিলোমিটার যাত্রীবাহি যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পরে যাত্রীরা। পরে স্থানীয়  কাউন্সিলর রুহুল আমিন মোল্লা,কাউন্সিলর ইফতেখার আলম খোনক আন্দোলনকারী জনগনকে বিকল্প ব্যবস্থায় পানির সরবরাহ করা ও দ্রুত সময়ের মধ্যে ওয়াসার কতৃপক্ষের মাধ্যমে পানির ব্যবস্থা করা হবে বলে আস্তত করলে আন্দোলনরতরা সড়কে অবোরধ তুলে নেয়।
এলাকাবাসী জানান, গত ৭দিন ধরে শান্তিনগর, তাঁতখানা, চৌধুরীবাড়ি, ভূঁইয়াপাড়া, এনায়েত নগর, সৈয়দপাড়া মহল্লাবাসি ওয়াসার পানি পায়না। এনিয়ে স্থানীয় মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনার কাছে গেলে তিনি ওয়াসার কর্মকর্তার সাথে কথা বলেন। তার পর স্থানীয় ৮নং ওয়ার্ড কাউন্সিল রুহুল আমিন মোল্লার কাছে যাই। তিনি দ্রুত ওয়াসার কর্তকতাদের সাথে বসে সমাধান করা হবে বলে জানান। কিন্ত পানির সমাধান হয় নাই। আজ রাস্তায় নেমেছি। এদিকে এ পানির দাবিতে আন্দোলন করায় সময় বিএনপি’র নেতা কাসেম মেম্বার, যুবদল নেতা সন্ত্রাসী ডাঃ মুছা, আমিন প্রধান, বহুরুপি ডা.আঃ রাজ্জাক,যুবদলের অনেক নেতাকর্মীদের দেখা দেছে।
তাঁতখানা এলাকার রংমালা, ভূঁইয়া পাড়ার খাদিজা, এনায়েত নগরের রোকশনা, ভূঁইয়া পাড়ার গোলাপী, এনায়েতনগরের হাসিনা জানান, কাউন্সিলর দিনার কথা মতে বাড়ি বাড়ি ১০ টাকা তুলে মাইক ভাড়া করে ঘোষনা দিয়ে ওয়াসার পানির দাবিতে আজ রাস্তা অবরোধ করেছি। কাউন্সিলর দিনা আমাদের বলেছে আমরা পানি পাবনা,আমাদের পানির ব্যবস্থা কাউন্সিলর রুহুল আমিন মোল্লা করবেনা। তাই দিনার কথা মতে টাকা তুলে পানির দাবিতে আন্দোলন করছি।
এ ব্যাপারে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে জনগনের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে নারী কাউন্সিলর দিনা। জনগনকে আমি বলেতে চাই,কারো কথার মায়ার জাদুতে না পরে তা কথা বিশ্বাস না করার জন্য। আমি জনগনের সাথে ছিলাম আছি। কাউন্সিলর আরো বলেন, কয়েক দিন ধরে পানির পাচ্ছেনা কয়েকটি মহল্লাবাসী। ওয়াসা কর্তৃপক্ষেকে অবগত করার পরেও ওয়াসা পানির ব্যবস্থা করেনাই। তাই জনগন বাধ্য হয়ে পানির দাবিতে ওয়াসার বিরোদ্ধে রাস্তা নেমেছে।
এ ব্যাপারে স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান , আমরা পানি সরবরাহ করার জন্য কয়েকদফা ওয়াসার সাথে বসেছি ,তারা আমাদের দ্রুত সমাধানের আশ্বাষ দিয়েয়েছেন পরে আমি নিজেও পানির দাবিতে আন্দোলন কারীদের বুঝিয়ে  তাদের বিকল্প ভাবে পানি সরবরাহের আশ্বাষ দিলে তারা আন্দোলন স্থগিত করে। তিনি বলেন আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত তাই আমার বিরুদ্ধে আন্দোলনের ইন্দনদাতা হিসেবে  উল্লেখ করে আমার বিরুদ্ধে ষরযন্ত্র করা হচ্ছে।

সিদ্ধিরগঞ্জে জেলা সেচ্ছসেবক দলের বিক্ষোভ মিছিল


বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ায় ও যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল জামিনে মুক্ত হওয়ার পর আবার জেল গেইট থেকে আটকের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল।
বুধবার (৭ মার্চ) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায় সালাউদ্দিন সালুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা মোহাম্মদ শাখাওয়াত, যুগ্ম-আহবায়ক কামরুল হাসান শরিফ, ডালিম প্রধান, সোনারগাঁও থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, সোনারগাঁও পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাকারিয়া সালে স্বপন, কাচঁপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুল হোসেন রনি, সিদ্ধিরগঞ্জের ৯নং ওর্য়াড সেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান, ৭নং ওর্য়াড সেচ্ছাসেবক দলের সভাপতি তাওলাদ হোসেন, ৬নং ওর্য়াড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামান মির্জা, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, ১০নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন, শামীম, আফজাল হোসেন, আফসার উদ্দিন আফসু, হুমায়ুন মিয়া প্রমূখ।

নারী দিবস : সিদ্ধিরগঞ্জে আলোচনা সভা


আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম নারায়ণগঞ্জ জেলা ও বাংলাদেশ মহিলা পরিষদ সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে সিদ্ধিরগঞ্জে একমাত্র বালিকা বিদ্যালয় সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা পরিষদের সহ-সভপতি আঞ্জুমান আরা আকসি। মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের প্রশিক্ষক, গবেষক ও পাঠাগার সম্পাদিক রিনা আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যানার বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ও মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন, নাসিকের সংরক্ষিত নারী ওয়ার্ডের (৪.৫.৬) কাউন্সিলর মনোয়ারা বেগম, সিদ্ধিরগঞ্জ থানা মহিলা পরিষদের সভাপতি মাসুদা সুলতানা, জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দ্বিপেন্দ্র চন্দ সরকার, জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম নারায়ণগঞ্জ শাখার সদস্য জহিরুল ইসলাম, গোদনাইল প্রিপারেটরী স্কুলের অধ্যক্ষ ফেরদৌসী বেগম, ধনকুন্ডা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সুরাইয়া সুলতানা, একই বিদ্যালয়ের শিক্ষক উম্মে কুলসুম খানম, খোদেজা বেগম, জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম সিদ্ধিরগঞ্জ থানা শাখার অর্থ সম্পাদক আরিফ হোসেন ঢালী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম সিদ্ধিরগঞ্জ থানার সাধারণ এস এম বিজয়। অনুষ্ঠান আয়োজনে ছিলেন, জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম সিদ্ধিরগঞ্জ থানা শাখার সদস্য মাসুদা বেগম, সোহেল আহম্মেদ, তাহমিনা আক্তার, শাহীন চৌধুরী।
বেলা ২টায় প্রথমে “রাষ্ট্রে উন্নয়নে নারীর ভুমিকা অনস্বীকার্য” শির্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নানা যুক্তি, বিশ্লেষন ও উদাহরন তুলে ধরে পক্ষে বলেন সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন আক্তার, সাদিয়া আক্তার ও মিম আক্তার (দল নেতা) এবং বিপক্ষে বলেন, একই বিদ্যালয়ের শিক্ষার্থী শাখী আক্তার, মাসুমা আক্তার ও তাহমিনা আক্তার সুচনা (দল নেতা)। বিজয়ী হন তাহমিনা আক্তাসুচনার দল। এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন তাহমিনা আক্তার সুচনা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, ব্যানার বৃত্তি প্রকল্পের চেয়ারম্যান ও মানবজমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেনর রবিন, জাতীয় কণ্যা শিশু এডভোকেসি ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর হোসেন, গোদনাইল প্রিপারেটরী স্কুলের অধ্যক্ষ ফেরদৌসী বেগম। পরে তাদের মাঝে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।

ফতুল্লায় হরকাতুল জিহাদ’র ২ সদস্য গ্রেফতার


ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ’র ২জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ফতুল্লা পুলিশের একটি দল বৃহস্পতিবার ভোররাতে থানার শাসনগাঁও এলাকা থেকে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন- আব্দুল আজিজ ওরফে সৈকত ও আতাউর রহমান।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামালউদ্দিন টাইমস নারায়ণগঞ্জকে জানান, গ্রেফতার হওয়া হরকাতুল জিহাদের ওই দুই সদস্য গোপনে সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
থানার এসআই কাজী এনামুল হক, এএসআই কামরুল হাসান ওই অভিযান চালান বলে জানান ওসি কামালউদ্দিন। গ্রেফতারকৃত আব্দুল আজিজ ওরফে সৈকত ফতুল্লার শাসগাঁও এলাকার নুরুল ইসলামের পুত্র ও আতাউর রহমান একই এলাকার আব্দুল আজিজের পুত্র।

৩য় শীতলক্ষ্যা সেতু হবে কদমরসূল’র নামে : আইভী

 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বন্দরকে নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। কেবল উন্নয়ন নয় বন্দরের ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য। আমার কাছে সদর-বন্দর সিদ্ধিরগঞ্জ কোন ভেদাভেদ নেই সবাই সমান। উন্নয়ন নিয়ে কোন ডিভাইডেড সৃষ্টি করা যাবেনা।
শুক্রবার (১০ মার্চ) বিকেল ৫টায় মিউনিসিপ্যাল গভর্নেন্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএস) এর আওতায় বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব ও মাঠের উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ডাঃ আইভী আরো বলেন, জয়বাংলা কোন ব্যাক্তিগত শ্লোগান নয় এটা জাতীয় শ্লোগান। এই শ্লোগানের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদিকে ব্রীজ নিয়ে অনেক কিছুই শোনা যাচ্ছে ব্রীজ কারো নামে হবেনা ব্রীজের নাম হবে কদমরসুল ব্রীজ। এই ব্রীজ নিয়ে অবশ্য অনেকেই চেষ্টা করেছেন।
তিনি আরো বলেন, এই ব্রীজ নিয়ে প্রথমত এস এম আকরাম চাচা, কালাম সাহেব, প্রয়াত নাসিম ওসমান সাহেবও অনেক প্ররিশ্রম করেছে। দলমত নির্বিশেষে সবাই ব্রীজের জন্য প্রাণপন চেষ্টা চালিয়েছেন। আমি আল্লাহর কাছে প্রার্থণা করেছি সিলেট মাজারে গিয়ে আমি বারবার জিয়ারত করেছি কদম রসুল মাজারে মোনাজাতও করেছিলাম আমি যাতে কামিয়াব হতে পারি। আল্লাহ আমার দোয়া কবুল করেছে কাজেই ব্রীজ কারো ব্যাক্তিগত নামে হবেনা। বন্দরবাসীর প্রিয় কদমরসুল নামেই হবে।
তিনি আরো বলেন, বন্দর সিরাজউদ্দৌলা ক্লাবে অনেক কাজই আছে। বধ্যভূমি, সিরাজউদ্দৌলা ক্লাব। তবে শহীদ মিনারের সাথে সিরাজউদ্দৌলা ক্লাবের সংযুক্ত থাকলে এতে সুবিধা হবে বলে মনে করি। কিন্তু এখানে কিছু বাড়ী আছে কাউন্সিলর সাহেব যদি বাড়ীওয়ালাদের ম্যানেজ করতে পারে তাদের অন্যত্র পূর্ণবাসন করে দেয়া যায় তাহলে সংযোগ সড়কটি সহজেই করা যেত।
প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভুইয়া।
বন্দর সিরাজউদ্দৌলা ক্লাবের সভাপতি নাজমুল ইসলাম ভূইয়া পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শাওন অংকন, বিজ্ঞানী মোঃ আজাদ খান, আমিনা খান মনোয়ারা, বন্দর শিশু নিকেতন কিন্ডার গার্টেন পরিচালনা পরিষদের সভাপতি মিয়া মোঃ আক্তারুজ্জামান ও শিক্ষানুরাগী মনিরুল ইসলাম ভূইয়া।
বন্দর সেবা পরিষদের সভাপতি একেএম শাহ আলম ও মোঃ পনির ভূইয়ার সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব ক্বাজী নাছির, সাংস্কৃতিক কমান্ডার খোরশেদ আলম খসরু, বন্দর থানা সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নূরূল আলম, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি হাবিবুর রহমান বীরমুক্তিযোদ্ধা জালালউদ্দিন জালু, আবদুল আজিজ, জব্বার সর্দার, আলী আক্কাস মীর, আবদুর রব, বাহাউদ্দিন খান, সাবেক জাতীয় ফুটবলার আজিমুল হোসেন বিদ্যুত, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী শহীদ আহাম্মদ, শিক্ষানুরাগী মোঃ বশির খান, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান মাসুম প্রমুখ।
 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম