সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

কৃষক হত্যার ঘটনায় মামলা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কৃষক বাতেন খুনের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিহতের স্ত্রী বিলকিস বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে জালালউদ্দিন ও ইউছূফ নামে দুইজনকে পুলিশ আটক করেছে। এরা ওই সুলপান্দী পূর্বপাড়া এলাকার মৃত: আজিজের ছেলে।
গত রোববার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার সুলপান্দী পূর্বপাড়া এলাকায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে বৈঠকে কৃষক বাতেনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে করে খুন করা হয়। নিহত বাতেন ওই এলাকার দেওয়ান আলীর ছেলে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, সুলপান্দীপূর্বপাড়া এলাকায় বাতেনের সঙ্গে প্রতিবেশী জালালউদ্দিন গংয়ের সঙ্গে বসত বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রোববার বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী বিরোধপূর্ণ সীমানা ঘেঁেষ একটি রাস্তা নির্মাণের চেষ্টা করা হয়। এসময় উপস্থিত ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকনের সামনে বাতেনের মাথায় লাঠি দিয়ে আঘাত করা হয়। আশঙ্কা জনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন ঘটনার বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন। এরই মধ্যে অভিযুক্ত দুই আসামিকে আটক করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

আইন তার নিজস্ব গতিতেই চলছে-স্বরাষ্ট্রমন্ত্রী



স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা আমাদের দলের অনেককেই আইনের আওতায় এনেছি। কেউ আইনের ঊর্ধ্বে নয়।
তিনি বলেন, আইন তার নিজস্ব গতিতেই চলছে। প্রকৃত অপরাধীদের শাস্তি ভোগ করতে হবে। জঙ্গিবাদ নির্মূলে সরকার কাজ করছে। বর্তমানে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আশা করি সকলকে নিয়ে জঙ্গিবাদ নির্মূল করতে পারবো।
বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নবনির্মিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ সব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান,নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একে এম শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রশিদ ভূইয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
আড়াইহাজার পৌরসভার ঝাউগাড়া এলাকায়া সোয়া বিঘা জায়গার ওপর  গণপূর্ত ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় ফায়ার সার্ভিসের অত্যাধুনিক তিন তলা ভবন নির্মাণ হয়েছে। যার নির্মাণ ব্যয় প্রায় ৮ কোটি টাকা।
নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ও হাজীগঞ্জ, দাউদকান্দি, নরসিংদী ও ডেমরা সারুলিয়ার মোট পাঁচটি ফায়ার সার্ভিস স্টেশনের সঙ্গে সরাসরি যোগাযোগ থাকবে নতনির্মিত এ ফায়ার স্টেশনের।
এ স্টেশনে দ্বিতীয় শ্রেণির পদমর্যাদার একজন স্টেশন অফিসারের তত্ত্বাবধানে ২৫ থেকে ৩০ জন সরকারি স্টাফ সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। মোট চারটি গাড়ি অগ্নিনির্বাপক কাজে নিয়োজিত থাকবে। এর মধ্যে একটি অ্যাম্বুলেন্স, একটি রেকি (হর্ন বাজিয়ে রাস্তা পনিস্কারের কাজে নিয়োজিত) ও পানি সরবরাহে দুটি গাড়ি প্রস্তুত থাকবে।

আড়াইহাজারে দুই গ্রুপের সংঘর্ষে কলেজের ভিপিসহ আহত ১০

নারাণগঞ্জের আড়াইহাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ভিপিসহ আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে ইকবাল, আবু হানিফা, শাকিব, শরীফ, রিফাত, নজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয় বিভিন্ন ফামের্সীতে চিকিৎসা নিয়েছে। সোমবার আড়াইহাজার সরকারি সফর আলী কলেজের ভিপি শরীফ গ্রুপ ও কসমেটিক ব্যবসায়ী এমদাদুল গ্রুপের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। এসময় দুইটি দোকানে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর থেকে রংধনু, মেঘনা, সাথীসহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আতংক ছড়িয়ে পড়েছে ব্যবসায়ীদের মধ্যে। ঘটনাস্থল থেকে পুলিশ বেশ কিছু হকিস্টিক ও লাঠিসোটা উদ্ধার করেছে।
জানা গেছে, কলেজের দুই শিক্ষার্থী আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে সোমবার ফের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এসময় ঘটনাস্থল থেকে বেশ কিছু হকিস্টিক ও লাঠিসোটা উদ্ধার করা হয়েছে। এসময় আহত আবু হানিফ নামে একজনকে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভিপি শরীফ জানান, শনিবার ইকবাল নামে সফর আলী কলেজের একশিক্ষার্থী আড়াইহাজার হাবীব মার্কেটে অবস্থিত রংধনু নামে কসমেটিকের দোকান থেকে পণ্য কিনতে যায়। এসময় দোকানদারের সঙ্গে মূল্য নিয়ে বাগবিতন্ডার ঘটনা ঘটে। পরে বিষয়টি মিমাংশা করতে গেলে ক্ষিপ্ত গেলে দোকানদারসহ তার লোকজনেরা হামলা চালায়। এতে বেশ কয়েক জন শিক্ষার্থী আহত হয়েছেন।
এদিকে, এমদাদুলের নিকট আত্মীয় কাসেম জানান, রংধনু কসমেটিক নামে দোকানে পণ্যের দাম নিয়ে এমদাদুল ও ইকবালের মধ্যে শনিবার বাগবিতন্ডা হয়। পরে ভিপিসহ তার লোকজনেরা বিষয়টি মিমাংশা করতে এসে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কলেজের শিক্ষার্থী ও দোকানদারসহ বেশ কয়েক জন আহত হয়েছেন।
আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র দুইপক্ষের মধ্যে সামান্য উত্তেজনার সৃস্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি করে ফেলে।
 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম