সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

রূপগঞ্জে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একমাত্র ইংরেজী মাধ্যম স্কুলের ‘মাসকো স্কুল কাঞ্চন’ বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) স্কুল মাঠে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত পুরস্কার বিতরণী সভায় স্কুলের পরিচালক ফাহিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের চেয়ারম্যান ও মাসকো স্কুল কাঞ্চনের প্রতিষ্ঠাতা এম এ সবুর।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অত্র স্কুলের অধ্যক্ষ খুরশিদ জাহান, মাসকো গ্রুপের ব্যবস্থাপক মকবুল হোসাইন, শিক্ষক সাদিউজ্জামান, তাসমিম সুলতানা বৃষ্টি, সালেহা আক্তার জলি, আতিকুল ইসলাম, গৌতম চন্দ্র দাস, আয়েশা রহমান ও পারভেজ প্রমুখ।
ক্রীড়ানুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীরা দেশপ্রেমের চেতনায় নবসূর্য উদয়ের মনোরম ডিসপ্লে উপস্থাপন করেন।

Post a Comment

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম