সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর কলাবাগানের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সে। নিহত রিয়াদ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন নবগ্রাম এলাকার দুলাল মিয়ার ছেলে।
নিহতের বাবা জানান, বিকেলে রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় মটরসাইকেল চালক রিয়াদ ও রাকিব গুরুতর আহত হয়। পরে তাদের রাজধানীর কলাবাগানের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা যান। আহত রাকিব মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘাতক ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।



Post a Comment