সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

রূপগঞ্জে ট্রাক চাপায় ছাত্রলীগ কর্মী রিয়াদ নিহত


নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক চাপায় রিয়াদ (২২) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়েছেন। এসময় রাকিব নামে আরো এক জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দুর্ঘটনাটি ঘটে।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর কলাবাগানের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সে। নিহত রিয়াদ উপজেলার সদর ইউনিয়নের দক্ষিন নবগ্রাম এলাকার দুলাল মিয়ার ছেলে।
নিহতের বাবা জানান, বিকেলে রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় মটরসাইকেল চালক রিয়াদ ও রাকিব গুরুতর আহত হয়। পরে তাদের রাজধানীর কলাবাগানের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ মারা যান। আহত রাকিব মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ঘাতক ট্রাক আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

Post a Comment

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম