সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

পাইওনিয়ার মুক্ত স্কাউটস গ্রুপের ৪দিন ব্যাপী কর্ম সূচী সম্পন্ন


মোঃ আবু সাইদ মিয়া ঃ  পাইওনিয়ার মুক্ত স্কাউটস গ্রুপের বাৎসরিক কর্মসূচীর অংশ হিসেবে ৪দিন ব্যাপী কার্যক্রম অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। মুক্রবার স্বল্পেরচক কোট পাড়া হাফেজি বাগ দত্ত ও ঠাকুর বাড়ী এলাকায় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প কর্মসূচী পালন করে। পাইওনিয়ার মুক্ত স্কাউটস গ্রুপের সভা পতি মোঃ কবির হোসেন বি.এস.সি.এর সভাপতিত্বে এ কর্মসুচীতে সংগঠনের স্কাউট গার্লস ইন স্কাউটিং রোবার সদস্যরাসহ সালাহ উদ্দিন কিন্ডার গার্টেন এন্ড জুনিয়র জুনিয়র স্কুল,গ্লোবাল ইন্টারন্যশনাল স্কুল,হাজী ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য বিদ্যালয়ের স্কাউটস বৃন্দ অংশ গ্রহন করে। সকাল ৯টা হতে দুপুর ১২টা পর্যন্ত নির্দিষ্ট এলাকা সমুহে জনগনকে স্স্থ সম্মত সৌচাগার ব্যাবহারে উৎশাহী এবং অসাস্থকর সৌচাগার না করার জন্য উদ্বুদ্ধকরন কর্মসূচীতে অংশ নিয়ে ভুউষী প্রশংশা অর্জন করে।চলমান কর্মসুচীর সমাপনী অনুষ্ঠানে সিকদার আবদুল মালেক উচ্চ বিদ্যালয়ে ৪দিন ব্যাপী সংগঠনটি তাদের নবাগত ১৭জন গার্ল ইন স্কাউটিং সদস্যদের দীক্ষা প্রদান এবং ২০জন স্ট্যান্ডার্ড কোর্সসম্পন্ন সদস্যদের ব্যাজ প্রদান করেন।দীক্ষা প্রদান করেন ভারপ্রাপ্ত গ্রুপ স্কাউট লিডার মোঃ জামির হোসেন শাহীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন নাসিকর ২৩ নং ওয়ার্ড কাউন্সিলরসাইফুদ্দিন আহম্মেদ দুলাল প্রধান,সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন,সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্ঠা স.ম.খলিলুর রহমান(এনপিসি)কমডেকা প্রগ্রাম সমন্বয়কারী মোঃ শাহাজাদা রিপন,ফজলুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ হালিম,বাংলাদেশ গার্লস গাইডের প্রাক্তন ট্রেনার রোকসান আরা বেগম,নির্বাহী সদস্য,অভিভাবকবৃন্দ,শিক্ষার্থী শিক্সক আমন্ত্রিত অতিথি ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।সাগত বক্তব্যে স ম খলিলুর রহমান সামাজিক উন্নয়ন নিয়ে  কমডেকা প্রগ্রামের বিষয়বস্ত সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন পাইওনিয়ার মুক্ত স্কাউটস দলটি যেভাবে বন্দরে তাদের স্কাউটস কার্যক্রম চালিয়ে যাচ্ছে এমনি ভাবে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে স্কাউটস কার্যক্রম বেগবান করা যায় তবেই বিদ্যালয় পড়–য়াদের দূণীতি সন্ত্রাস বিপদগামিতা থেকে দূরে রাখা সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে দুলাল প্রধান বলেন স্কাউটিং বিশ্ব ব্যাপী এমনই একটি আন্দোলন যা ছেলে বেলা থেকেই একজন শিশু কিশোরকে সু নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। পাইওনিয়র মুক্ত স্কাউটস গ্রুপ বন্দরের একটি ঐতিহ্যবাহী স্কাউটস গ্রুপ। এই গ্রুপ থেকে প্রশিক্ষন প্রাপ্ত স্কাউটাররা সমাজের বিভিন্ন স্তরে আজ সুপ্রতিষ্ঠিত। দেশের বর্তমান প্রেক্ষাপটে যেভাবে সন্ত্রাস ও জঙ্গিবাদ শিক্ষাঙ্গনের দিকে ছুটে আসছে তাতে করে এক রুখতে হলে বিদ্যালয় সমূহে শিক্সার পাশাপাশি বিকল্প ভাবতে হবে। তাই আমি মনে করি স্কাউটিংই একমাত্র বিকল্প শিক্ষা। যার মধ্যে আমাদের ছেলে মেয়েরা অবসর সাহিত্য-সাস্কৃতিক খেলা ধুলা এমন স্কাউটিংয়ের প্রশিক্সনের মধ্যে নিজেকে লিপ্ত রাখবে। তবেই তারা বিপদ গামী হতে দুরে থাকতে পারবে। পরে তিনি অংশ গ্রহন কারীদের মাঝে সনদ বিতরন করেন।  

Post a Comment

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম