সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

রূপগঞ্জে ভন্ডপীর আনিছুল হকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ


রূপগঞ্জে ভন্ডপীর আনিছুল হকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সভা করেছে স্থানীয় মুসল্লিরা। শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর ২টায় এলাকার শত শত মুসল্লি ও জনতা জুমার নামাজ শেষে উপজেলার মাসাবো এলাকায় একটি বিক্ষোভ মিছিল শেষে এক প্রতিবাদ সভা করেন।
সভায় আলহাজ দ্বীন মোহাম্মদ দিলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন আলহাজ মো. পনির, ডা. মো: রিপন, মো: বাবুল মিয়া, ডা. মো: মজিবুর রহমান, মাওলানা মজিবুল্লাহ সহ আরো অনেকে।
সভায় বক্তারা বলেন, গত বছর রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মাসাবো এলাকায় ভন্ডপীর আনিছুল হক একটি মাজারের নামে আস্তানা তৈরি করেন। তিনি স্বপ্নে কিশোরী নারীকে ধর্ষণ ও এবং ওই কিশোরীকে বিয়ে না করলে তিনি মারা যাবেন বলে প্রস্তাব দেন। পরে নানা প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে বিয়ে করেন। ২০১৬ সালের ২০ ফেব্রুয়ারি রাতে সুমাইয়া আক্তার (১৪) নামে এক কিশোরীকে ভন্ডপীর আনিছুল হক বিয়ের সব আয়োজন করেন। তার এ অপকর্ম প্রমাণিত হলে এলাকাবাসী ভন্ডপীর আনিছুল হকের আস্তানায় অগ্নিসংযোগ করে তাকে বিতাড়িত করেন। ওই ভন্ডপীর এলাকার অনেক কিশোরী ও নারীকে ভয় দেখিয়ে ধর্ষণ করেছিল। আবারো ওই ভন্ডপীর আনিছুল হক এলাকায় এসে মাজার ব্যবসার অন্তরালে অনৈতিক কর্মকান্ডের পায়তারা করছে। অবিলম্বে ভন্ডপীর আনিছুল হককে গ্রেফতারের দাবি জানান তারা।

Post a Comment

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম