সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

রূপগঞ্জে জামদানি স্কুল চালু

রূপগঞ্জে জামদানি শিল্পের সঙ্গে জড়িত শ্রমজীবী কর্মীদের জন্য জামদানি স্কুল চালু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় রূপগঞ্জ উপজেলা তারাবো এলাকার জামদানি পল্লীতে ব্র্যাক আড়ংয়ের এই জামদানি স্কুল উদ্বোধন করা হয়।
আড়ংয়ের সহযোগিতায় স্থাপিত এই বিশেষ স্কুলটির শুভ উদ্বোধন করেন আড়ংয়ের চীফ অপারেটিং অফিসার মো. আব্দুর রউফ।
জামদানি শাড়ি উৎপাদন প্রক্রিয়ায় যেসব স্কুল ঝড়ে পড়া কর্মীরা কাজ করছেন, তাদের  বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও আড়ং যৌথভাবে এই স্কুলের ব্যবস্থা করেছে।
স্কুল ঝড়ে পড়া কর্মী যাদের বয়স ১০-১৭ বছরের মধ্যে তাদের আবার স্কুলে ফিরিয়ে নেওয়ার লক্ষ্যেই আড়ংয়ের এই উদ্যোগ। স্কুলের শিক্ষা পাঠ্যক্রম ৩ বছর মেয়াদী। এই তিন বছরে শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষাসহ টেকনিক্যাল ও ভোকেশনাল শিক্ষা (১ম-৩য় শ্রেণী পর্যন্ত) প্রদান করা হবে। এর ফলে শিক্ষার্থীদের কারিগরী দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি পাবে। এই স্কুলটি দৈনিক আড়াই ঘণ্টাা করে সপ্তাহে চার দিন পরিচালিত হবে। স্কুল কার্যক্রম পরিচালনার যাবতীয় ব্যয় ভার আড়ং প্রদান করবে।
আড়ং উৎপাদন প্রক্রিয়ায় কোন শিশু শ্রম সমর্থন করে না, কিন্তু জামদানি পল্লীতে ১৮ বছর বয়সী কোন কর্মী নতুন করে তাঁতির কাজ শেখে না। তাই ভবিষ্যত কারিগর তৈরীর জন্য শিশু বা কিশোর বয়সী ছেলেমেয়েরা কাজ করে। এ শিল্পের সঙ্গে জড়িত কর্মীর শিক্ষা নিশ্চিত করার জন্য ব্র্যাক আড়ং জামদানি স্কুলের উদ্যোগ গ্রহণ করেছে।
জেলা ব্র্যাক প্রতিনিধিসহ আড়ংয়ের ডিজিএম, এজিএম, সহকারী ম্যানেজার, ডিজানাইনার এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির সিনিয়র ম্যানেজার মো. নজরুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপকবৃন্দ উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ব্র্যাক নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে জেলা ব্র্যাক প্রতিনিধি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

Post a Comment

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম