নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার উত্তরা জুটি ফাইবার ইন্ডাষ্ট্রিজের শ্রমিক ইউনিয়নের নেতাদের অব্যাহতি ও ন্যায্য মজুরির দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। গতকাল সোমবার দুপুরে জুট মিলের ভিতরে সংগঠনের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ফটিক মিয়ার অব্যাহতি দাবি করে শ্রমিকেরা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভকারী একাধিক শ্রমিক জানান, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানিয়ে আসলেও তা মিল মালিক মানছে না। জুট শ্রম আইনে মজুরি নির্ধারণ করা হলেও মিল মালিকদের সাথে আতাঁত করে উত্তরা জুট ফাইবার ইন্ডাষ্ট্রিজের শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ফটিক মিয়া কালক্ষেপন করে আসছে। শ্রমিকদের দিয়ে ৮ ঘন্টার স্থলে ১২ঘন্টা কাজ করালেও বেতন বৃদ্ধি করা হচ্ছে না। শ্রমিকদের অতিরিক্ত টাকা উত্তোলন করে শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ফটিক মিয়া আত্মসাত করছে। তদের বিরুদ্ধে প্রতিবাদ করলেই চাকুরিচ্যুত করা হয়। নির্যাতন করা হয় শ্রমিকদের।
এ ব্যাপারে উত্তরা জুট ফাইবার ইন্ডাষ্ট্রিজের জেনারেল ম্যানেজার আব্দুল কাদির জানান, শ্রমিক ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদের নির্ধারিত বেতন নিয়মিত প্রদান করা হয়। শ্রমিক ইউনিয়নের নেতাদের প্রতি ক্ষুদ্ধ হয়ে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। তবে মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকেরা কোনো বিক্ষোভ করছে না। আগামী ৪৮ ঘন্টার মধ্যে শ্রমিক নেতাদের সাথে কথা বলে শ্রমিকদের ন্যায় দাবি পূরণের চেষ্টা করা হবে।
শ্রমিক নেতা কামাল হোসেন জানান, শ্রমিকদের আনীত সকল অভিযোগ সঠিক নয়। শ্রমিকেরা গত কয়েকদিন ধরেই বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন।



Post a Comment