আহত ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, সে তাড়াইল এলাকার নুরুল ইসলাম দয়ালের ছেলে। তিনি স্থানীয় কেবিসি ইটভাটার মালিক। মঙ্গলবার রাত সাড়ে ১০টারদিকে তিনি ব্যবসায়িক কাজ শেষ করে মটরসাইকেল যোগে ইটভাটা থেকে ইট বিক্রির ১২ লাখ টাকা নিয়ে বাড়ি যাওয়ার পথে কাঞ্চন-ঘোড়াশাল সড়কে উঠা মাত্র ৫/৬ জনের একদল ছিনতাইকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার গতিরোধ করেন।
এসময় ছিনতাইকারীরা ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে তার ব্যবহৃত মটরসাইকেল ও সঙ্গে থাকা ইট বিক্রির ১২ লাখ টাকা ছিনিয়ে নেন। বাধাঁ দেয়ায় তাকে পিটিয়ে গুরুতর আহত করে ছিনতাইকারীরা পালিয়ে যান।
এ বিষয়ে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, এ ধরনের ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



Post a Comment