সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

রূপগঞ্জে চাঁদাবাজ ২ পুলিশকে গণধোলাই



নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশ রেকার দিয়ে সিএনজি অটোরিক্সা আটক করে দাবীকৃত চাঁদার টাকা না দেয়ায় এক অটোচালককে দুই পুলিশ সদস্য পিটিয়ে আহত করেছেন। এতে ক্ষিপ্ত হয়ে সিএনজি চালকরা ও এলাকাবাসী ওই দুই পুলিশকে গণধোলাই দিয়েছে বলে জানা গেছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টারদিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যেক্ষদর্শী ও অটো চালকরা জানান, তারা পুলিশ প্রশাসনকে মাসিক হারে চাদাঁ দিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক ও এশিয়ান হাইওয়ে সড়কে সিএনজি অটোরিক্সা চালিয়ে আসছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টারদিতে হঠাৎ গোলাকান্দাইল মোড়ে রেকার নিয়ে নারায়ণগঞ্জ পুলিশ লাইনের এএসআই অসীম স্থানীয় ভায়েলা এলাকার মজিবুরের ছেলে বিল্লাল হোসেন তার চালিত অটোরিক্সা নিয়ে আসা মাত্র তার গতিরোধ করে এবং তার কাছে ৫‘শ টাকা  চাদাঁ দাবী করে। এসময় অটোরিক্সা চালক বিল্লাল চাঁদা দিতে পারবেনা জানালে ক্ষিপ্ত হয়ে এএসআই অসীম ও নায়েক সেকান্দরসহ তাদের ৩/৪জন সোর্স বিল্লাল হোসেনকে পিটিয়ে তার ডান হাত ভেঙ্গে দেয়। এদিকে এ ঘটনা গোলাকান্দাইল ষ্ট্যান্ডসহ আশেপাশে ছড়িয়ে পড়লে প্রায় অর্ধশতাধিক সিএনজি চালকসহ এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে এসআই অসীম ও নায়েক সেকান্দদের উপর হামলা চালায়। গণধোলাই দিয়ে তাদের গুরুতর আহত করে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুলতা ফাঁড়ি পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করান। এ ঘটনায় সিএনজি চালক বিল্লাল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, ঘটনাটি দুঃখজনক, অটোচালককে জিজ্ঞাসবাদের জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত করে দোষী যে কেউ হোক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Post a Comment

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম