সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

সোনারগাঁওয়ে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি খোকা


নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন সময়ে বিএনপি ও আওয়ামীলীগের সংসদ সদস্যগন একের পর এক সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী বৈতরনী পার করলেও শেষ পর্যন্ত অজ্ঞাত কারনে বাস্তবায়ন হয়ে উঠেনি। দীর্ঘ বছর প্রতিক্ষার পর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নের ভাটিচর, ইমানের কান্দি ও নাজির পুর গ্রামের সংযোগ সেতুর কাজের উদ্বোধন করে তা বাস্তবায়ন করা হলো।
সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ সেতুর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ফলে এ এলাকার ১০টি  গ্রামের কৃষক, দিনমজুরসহ সকল পেশাজীবির মানুষের মুখে হাসি ফুটেছে। এদিকে বিভিন্ন সময় জনপ্রতিনিধিদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের পর  সোমবার এ সেতু নির্মাণ কাজের উদ্বোধন হওয়ায় কয়েক হাজার গ্রামবাসী আনন্দ মিছিল বের করে মিষ্টি বিতরন করেছেন।
সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন,  সোনারগাঁও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, সোনারগাঁও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ আলম রুপন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম রুমা, ব্যবসায়ী হাজী আনোয়ার হোসেন, সনমান্দি ইউনিয়ন পরিষদের সদস্য মহিউদ্দিন, ফিরোজ আহমেদ, মাসুদ রানা, মল্লিক হোসেন হিরু, কাজী লিটু, আব্দুল কাদির জিলানী, কবীর প্রধানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এলাকাবাসী জানান, ভাটিচর, নাজিরপুর, ইমানেরকান্দি, চরলাল, মগবাজার, নীলকান্দাসহ ১০ গ্রামের প্রায় এক লাখ লোকের যাতায়ত এ সড়কে। সড়ক থাকলেও নাজিরপুর খালে বাশের সাঁকো ব্যবহার করে স্থানীয়দের যাতায়াত করতে হয়। ফলে এলাকাবাসী এক প্রকার দূর্ভোগে ছিলেন। স্বাধীনতার পর থেকে সোনারগাঁওয়ে জনপ্রতিনিধিরা এ সেতু  বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন। কিন্তু কোন জনপ্রতিনিধিই এ সেতুর ভিত্তিপস্তুর স্থাপন করেননি। একের পর এক প্রতিশ্রুতি দিয়ে কেবলই নির্বাচনী বৈতরণী পার করতেন। নির্বাচনে বিজয়ি হয়ে আর কোন খোঁজ খবর নিতেন না। এ নিয়ে ১০ গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করে আসছিল। বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই এ সেতু বাস্তবায়নের জন্য কাজ করেছেন। এরই অংশ হিসেবে ভাটিচর, ইমানের কান্দি ও নাজির পুর গ্রামের সংযোগ সেতুর ভিত্তিপ্রস্তুর স্থাপন করে নির্মাণ কাজ শুরু করেছেন। সম্প্রতি সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা ওই এলাকায় উপস্থিত হলে গ্রামবাসী তাদের দীর্ঘদিনের দাবী বাস্তবায়নে জোরদাবী জানান। এরই ধারাবাহিকতায় সোমবার এসেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন।

Post a Comment

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম