চোর আখ্যা দিয়ে হাফেজ আবু সহিদ নামে এক মাদারাসার শিক্ষার্থীকে হাত-পা বেঁধে রড দিয়ে পেটানো সেই শিক্ষক রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার থানার শালমদী এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন সনমান্দি এলাকার নুরুজ্জামানের ছেলে। মাদরাসা ছাত্রকে পেটানোর ঘটনায় এর আগে ওই শিক্ষার্থীর বাবা জসিমউদ্দিন থানায় একটি মামলা করেন।
শিক্ষার্থীকে অমানুষিকভাবে পেটানোর ঘটনাটি অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে টনক নড়ে পুলিশের।
হাফেজ আবু সহিদ এ-টুজেড নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।গত শালমদী ইসলামিয়া হাফিজিয়ায় মাদরাসায় অমানুষিক নির্যাতনের শিকার হন হাফেজ আবু সহিদ। মাদারাসার শিক্ষার্থী রিফাত নামের অপর শিক্ষার্থীর ব্যাগ থেকে ৭০০টাকা খোয়া যায়। ওই ঘটনা চোর আখ্যা দিয়ে হেফজ বিভাগের শিক্ষার্থী হাফেজ আবু সহিদকে একটি কক্ষকে আটক করে। পরে একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী রাসেল ও রহমানের সহযোগিতায় হাত-পা ও মুখ বেঁধে রড ও লাঠি দিয়ে মধ্যযুগীয় কায়দায় বর্বরতা চালানো হয়।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পাষন্ড শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনায় শিক্ষককে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।



Post a Comment