সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

সোনারগাঁয়ে দুধর্ষ ডাকাতি


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গত সোমবার গভীর রাতে বঙ্গালবাড়ী ও বরগাঁও চেয়ারম্যানপাড়া গ্রামে ১০/১২ জনের কালো  মুখশ পরিহিত ডাকাতদল অত্যাধুনিক অস্ত্র  নিয়ে হানা দেয়। এ সময় ডাকাতদল বাড়ির প্রধান ফটক এর তালা ভেঙ্গে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা মোবাইল সেট সহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার সাদিপুর ইউনিয়নের বঙ্গালবাড়ি গ্রামের ব্যবসায়ী ইয়াজ উদ্দিনের বাড়িতে ১০/১২ জনের কালো মুখস পরিত ডাকাতদল অত্যাধুনিক অস্ত্র  নিয়ে হানা দিয়ে বাড়ির প্রধান ফটকের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারিতে থাকা নগদ ২৫ হাজার টাকা মোবাইল সেট স্বর্ণলংকার সহ দের লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এদিকে একই রাতে বড়গাঁও চেয়ারম্যাানপাড়া গ্রামে বাহর আলীর চেয়ারম্যানের বাড়িতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা মোবাইল সেট স্বর্ণলংকার সহ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ ব্যপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ মঞ্জুর কাদেরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি।

Post a Comment

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম