নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভী বলেছেন, বন্দরকে নিয়ে আমার অনেক পরিকল্পনা রয়েছে। কেবল উন্নয়ন নয় বন্দরের ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনাই আমার মূল লক্ষ্য। আমার কাছে সদর-বন্দর সিদ্ধিরগঞ্জ কোন ভেদাভেদ নেই সবাই সমান। উন্নয়ন নিয়ে কোন ডিভাইডেড সৃষ্টি করা যাবেনা।
শুক্রবার (১০ মার্চ) বিকেল ৫টায় মিউনিসিপ্যাল গভর্নেন্স এন্ড সার্ভিসেস প্রজেক্ট (এমজিএস) এর আওতায় বন্দর সিরাজউদ্দৌলা ক্লাব ও মাঠের উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধাণ অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
ডাঃ আইভী আরো বলেন, জয়বাংলা কোন ব্যাক্তিগত শ্লোগান নয় এটা জাতীয় শ্লোগান। এই শ্লোগানের মাধ্যমেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এদিকে ব্রীজ নিয়ে অনেক কিছুই শোনা যাচ্ছে ব্রীজ কারো নামে হবেনা ব্রীজের নাম হবে কদমরসুল ব্রীজ। এই ব্রীজ নিয়ে অবশ্য অনেকেই চেষ্টা করেছেন।
তিনি আরো বলেন, এই ব্রীজ নিয়ে প্রথমত এস এম আকরাম চাচা, কালাম সাহেব, প্রয়াত নাসিম ওসমান সাহেবও অনেক প্ররিশ্রম করেছে। দলমত নির্বিশেষে সবাই ব্রীজের জন্য প্রাণপন চেষ্টা চালিয়েছেন। আমি আল্লাহর কাছে প্রার্থণা করেছি সিলেট মাজারে গিয়ে আমি বারবার জিয়ারত করেছি কদম রসুল মাজারে মোনাজাতও করেছিলাম আমি যাতে কামিয়াব হতে পারি। আল্লাহ আমার দোয়া কবুল করেছে কাজেই ব্রীজ কারো ব্যাক্তিগত নামে হবেনা। বন্দরবাসীর প্রিয় কদমরসুল নামেই হবে।
তিনি আরো বলেন, বন্দর সিরাজউদ্দৌলা ক্লাবে অনেক কাজই আছে। বধ্যভূমি, সিরাজউদ্দৌলা ক্লাব। তবে শহীদ মিনারের সাথে সিরাজউদ্দৌলা ক্লাবের সংযুক্ত থাকলে এতে সুবিধা হবে বলে মনে করি। কিন্তু এখানে কিছু বাড়ী আছে কাউন্সিলর সাহেব যদি বাড়ীওয়ালাদের ম্যানেজ করতে পারে তাদের অন্যত্র পূর্ণবাসন করে দেয়া যায় তাহলে সংযোগ সড়কটি সহজেই করা যেত।
প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভুইয়া।
বন্দর সিরাজউদ্দৌলা ক্লাবের সভাপতি নাজমুল ইসলাম ভূইয়া পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শাওন অংকন, বিজ্ঞানী মোঃ আজাদ খান, আমিনা খান মনোয়ারা, বন্দর শিশু নিকেতন কিন্ডার গার্টেন পরিচালনা পরিষদের সভাপতি মিয়া মোঃ আক্তারুজ্জামান ও শিক্ষানুরাগী মনিরুল ইসলাম ভূইয়া।
বন্দর সেবা পরিষদের সভাপতি একেএম শাহ আলম ও মোঃ পনির ভূইয়ার সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব ক্বাজী নাছির, সাংস্কৃতিক কমান্ডার খোরশেদ আলম খসরু, বন্দর থানা সমিতির সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ নূরূল আলম, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি হাবিবুর রহমান বীরমুক্তিযোদ্ধা জালালউদ্দিন জালু, আবদুল আজিজ, জব্বার সর্দার, আলী আক্কাস মীর, আবদুর রব, বাহাউদ্দিন খান, সাবেক জাতীয় ফুটবলার আজিমুল হোসেন বিদ্যুত, ২২নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী শহীদ আহাম্মদ, শিক্ষানুরাগী মোঃ বশির খান, আওয়ামীলীগ নেতা আতিকুর রহমান মাসুম প্রমুখ।
Post a Comment