বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ায় ও যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল জামিনে মুক্ত হওয়ার পর আবার জেল গেইট থেকে আটকের প্রতিবাদে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দল।
বুধবার (৭ মার্চ) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায় সালাউদ্দিন সালুর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোল্লা মোহাম্মদ শাখাওয়াত, যুগ্ম-আহবায়ক কামরুল হাসান শরিফ, ডালিম প্রধান, সোনারগাঁও থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আনোয়ার হোসেন, সোনারগাঁও পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জাকারিয়া সালে স্বপন, কাচঁপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি হাসিবুল হোসেন রনি, সিদ্ধিরগঞ্জের ৯নং ওর্য়াড সেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান, ৭নং ওর্য়াড সেচ্ছাসেবক দলের সভাপতি তাওলাদ হোসেন, ৬নং ওর্য়াড সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জামান মির্জা, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, ১০নং ওয়ার্ড সেচ্ছাসেবক দল নেতা সালাউদ্দিন, শামীম, আফজাল হোসেন, আফসার উদ্দিন আফসু, হুমায়ুন মিয়া প্রমূখ।



Post a Comment