(সিদ্ধিরগঞ্জে প্রতিনিধি): বিএনপি’র মহিলা দলের নেত্রী ও নাসিক নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনা’র উসকানিতে সরকার ও সিটি করপোরেশনকে জনগনের মূখোমখি দার করার জন্য সিদ্ধিরগঞ্জে পানির দাবিতে কয়েকটি মহল্লার শতশত নারী পুরুষ কলস,বালতি নিয়ে সড়র অবরোধ ও বিক্ষোভ করেছে। এসময় সরকার বিক্ষোভ কারীরা বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। মঙ্গলবার সকাল ১০ টায় ডেমরাÑনারায়ণগঞ্জ সড়কে চৌধুরীবাড়ি বাসষ্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ করা হয়।
এ সময় সড়কটির দুই ধারে ১কিলোমিটার যাত্রীবাহি যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পরে যাত্রীরা। পরে স্থানীয় কাউন্সিলর রুহুল আমিন মোল্লা,কাউন্সিলর ইফতেখার আলম খোনক আন্দোলনকারী জনগনকে বিকল্প ব্যবস্থায় পানির সরবরাহ করা ও দ্রুত সময়ের মধ্যে ওয়াসার কতৃপক্ষের মাধ্যমে পানির ব্যবস্থা করা হবে বলে আস্তত করলে আন্দোলনরতরা সড়কে অবোরধ তুলে নেয়।
এলাকাবাসী জানান, গত ৭দিন ধরে শান্তিনগর, তাঁতখানা, চৌধুরীবাড়ি, ভূঁইয়াপাড়া, এনায়েত নগর, সৈয়দপাড়া মহল্লাবাসি ওয়াসার পানি পায়না। এনিয়ে স্থানীয় মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনার কাছে গেলে তিনি ওয়াসার কর্মকর্তার সাথে কথা বলেন। তার পর স্থানীয় ৮নং ওয়ার্ড কাউন্সিল রুহুল আমিন মোল্লার কাছে যাই। তিনি দ্রুত ওয়াসার কর্তকতাদের সাথে বসে সমাধান করা হবে বলে জানান। কিন্ত পানির সমাধান হয় নাই। আজ রাস্তায় নেমেছি। এদিকে এ পানির দাবিতে আন্দোলন করায় সময় বিএনপি’র নেতা কাসেম মেম্বার, যুবদল নেতা সন্ত্রাসী ডাঃ মুছা, আমিন প্রধান, বহুরুপি ডা.আঃ রাজ্জাক,যুবদলের অনেক নেতাকর্মীদের দেখা দেছে।
তাঁতখানা এলাকার রংমালা, ভূঁইয়া পাড়ার খাদিজা, এনায়েত নগরের রোকশনা, ভূঁইয়া পাড়ার গোলাপী, এনায়েতনগরের হাসিনা জানান, কাউন্সিলর দিনার কথা মতে বাড়ি বাড়ি ১০ টাকা তুলে মাইক ভাড়া করে ঘোষনা দিয়ে ওয়াসার পানির দাবিতে আজ রাস্তা অবরোধ করেছি। কাউন্সিলর দিনা আমাদের বলেছে আমরা পানি পাবনা,আমাদের পানির ব্যবস্থা কাউন্সিলর রুহুল আমিন মোল্লা করবেনা। তাই দিনার কথা মতে টাকা তুলে পানির দাবিতে আন্দোলন করছি।
এ ব্যাপারে কাউন্সিলর রুহুল আমিন মোল্লা বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলে জনগনের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে নারী কাউন্সিলর দিনা। জনগনকে আমি বলেতে চাই,কারো কথার মায়ার জাদুতে না পরে তা কথা বিশ্বাস না করার জন্য। আমি জনগনের সাথে ছিলাম আছি। কাউন্সিলর আরো বলেন, কয়েক দিন ধরে পানির পাচ্ছেনা কয়েকটি মহল্লাবাসী। ওয়াসা কর্তৃপক্ষেকে অবগত করার পরেও ওয়াসা পানির ব্যবস্থা করেনাই। তাই জনগন বাধ্য হয়ে পানির দাবিতে ওয়াসার বিরোদ্ধে রাস্তা নেমেছে।
এ ব্যাপারে স্থানীয় সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়শা আক্তার দিনার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান , আমরা পানি সরবরাহ করার জন্য কয়েকদফা ওয়াসার সাথে বসেছি ,তারা আমাদের দ্রুত সমাধানের আশ্বাষ দিয়েয়েছেন পরে আমি নিজেও পানির দাবিতে আন্দোলন কারীদের বুঝিয়ে তাদের বিকল্প ভাবে পানি সরবরাহের আশ্বাষ দিলে তারা আন্দোলন স্থগিত করে। তিনি বলেন আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত তাই আমার বিরুদ্ধে আন্দোলনের ইন্দনদাতা হিসেবে উল্লেখ করে আমার বিরুদ্ধে ষরযন্ত্র করা হচ্ছে।



Post a Comment