(সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি): রাজধানীর পাশে ঢাকা-শিমরাইল-আদমজী-কাঁচপুর ও শিমরাইল-নারায়ণগঞ্জ সড়কে মঙ্গলবার সকাল থেকেই বন্ধ ছিল গণপরিবহন। এতে করে চরম ভোগান্তির শিকার হন এ রুটে চলাচল করা যাত্রীরা। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল থেকেই কাঁচপুর ও শিমরাইল মোড়সহ বিভিন্ন বাস কাউন্টারে ছিল যাত্রীদের উপছেপড়া ভীড়।
গণপরিবহন বন্ধ থাকায় নিজ নিজ গন্ত্যেবে যাওয়ার জন্য এসব যাত্রীদের সিএনজি অটো রিকশা সহ বিকল্প পন্থা ব্যবহার করতে হচ্ছে । এছাড়াও পূর্বাঞ্চালের সড়কেও কোন যানবাহন চলাচল করেনি। প্রতিটি বাসের টিকেট কাউন্টার ছিল বন্ধ।
ষ্টার লাইন কাউন্টারের সত্তাধীকারী মোঃ নজরুল ইসলাম বাবুল জানান, সকাল থেকেই কোন গাড়ি ঢাকা থেকে ছেড়ে না আসায় টিকি বিক্রি বন্ধ রাখা হয়েছে। জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগ না’গঞ্জ জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন আহমেদ চৌধুরী জানায় কেন্দ্রীয় নির্দেশে শান্তিপূর্ন ভাবে এ ধর্মঘট পালন করা হচ্ছে।
এ বিষয়ে কথা হলে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের শিমরাইল ট্রাফিক বক্সে দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোল্লা তাসলিম হোসেন জানান, পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে কোনো যান চলাচল করতে পারছে না। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।



Post a Comment