সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

সোনারগাঁয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলেক্ষ্যে আলোচনা সভা


নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলা আন্তর্জাতিক নারীদিবস উপলেক্ষ্যে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৪ ঘটিকায় উপজেলা কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুর ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডালিয়া লিয়াকত চেয়ারম্যান জাতীয় মহিলা সংস্থা সোনারগাঁও। বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার, কাউন্সিলার জায়েদা আক্তার মনি, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহ রিনা জাহান, উপজেলা সংগঠক সাইফুল আলম, সাবেক ভাইচ চেয়ারম্যান কহিনুর ইসলাম রুমা , মহিা নেতৃ জাহানারা বেগম।  প্রধান অতিথি ডালিয়া লিয়াকত বক্তব্যে বলেন ‘নারী পুরুষের সমতায় উন্নয়নের যাত্রায় বদলে যাব বিশ্ব কর্মে নতুন মাত্রা কোন সর্তেই আঠার আগে বিয়েনয়’ এই স্লোগান কে সামনে রেখে তিনি বলেন এদেশের প্রধান মন্ত্রি নারী, বিরাধী নেতৃ নারী স্পিকার নারী তাছারা বিভিন্ন কার্যলয়ে নারিরা কর্মরত আছে। পুরুষের পাশাপাশি নারীরাও কাজ করিলে একটি দেশ উন্নয়ন হবে । উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীনুর ইসলাম বক্তব্যে বলেন নারীদের পরিচয় কেবল একজন স্ত্রী, গৃহিনী, মেয়ে হিসেবে নয়, নারীদের পরিচয় হতে হবে একজন সংগ্রামী হিসেবে। নারীদেরকে নিজেদের অধিকারের জন্য যেমনি সংগ্রাম করতে হবে তেমনি নিজেদের নিরাপত্তার জন্য নিজেদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাজা যেমন রাজ্য চালায় তেমনি রাজাকে চালায় রানী তাই নারী পুরুষ বলতে কিছুই নাই , সবাই মানুষ।  অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোহরা মেম্বার, উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নারী অংশ গ্রহন করেন।

Post a Comment

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম