নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৮’টি বাড়িতে রবিবার (২৭ ফেব্রুয়ারী) গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ এবং ৩১ ভরি স্বর্ণালংকারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে। বাধাঁ দেয়ায় ৯ জনকে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে মুড়াপাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শংকর চক্রবর্তী জানান, উপজেলার হাউলিপাড়া এলাকায় সুজিত পালের ভাড়াটিয়া বাড়িতে রবিবার রাত ২টার দিকে ১২ থেকে ১৪ জনের একদল মুখোশধারী ডাকাত অস্ত্রশস্ত্র নিয়ে হয়ে হানা দেয়। এ সময় শিক্ষক শংকর চক্রবর্তীর ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারীতে রক্ষিত নগদ ৩৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণাংকার লুটে নেয়। একই কায়দায় ডাকাতরা বাড়ির মালিক সুজিত পালের ঘরে প্রবেশ করে ৭ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা লুটে নেয়।
মুড়াপাড়া বাজারের কসমেটিক্স ব্যবসায়ী সালাহউদ্দিন সানীর ও তার বাড়ির ভাড়াটিয়া তারেক মিয়ার ঘরে ডাকাতরা হানা দেয়। এ সময় ডাকাতরা নগদ টাকা, ১০ ভরি স্বর্ণালংকার, ল্যাপটপ, মোবাইল ফোন লুটে নেয়। বাধা দেয়ায় ডাকাতরা সালাহউদ্দিন সানী, তারেক মিয়া, শংকর চক্রবর্তী, তার মেয়ে রূপলী চক্রবর্তী, সুজিত পালকে মারধর করে।
এদিকে উপজেলার হোড়গাঁও এলাকার আকতার হোসেন ও শফিকুল ইসলামের বাড়িতে ডাকাতরা প্রবেশ করে লোকজনকে মারধর করে ১ লাখ ৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান জিনিষপত্র লুটে নেয়। দড়িকান্দি এলাকার আলম মিয়া ও জসিম মিয়ার বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতরা লুটপাট চালিয়েছে। বাধা দেয়ায় আকতার হোসেন, শফিকুল ইসলাম, আলম মিয়া, জসিম মিয়াকে মারধর করে। একাধিক বাড়িতে ডাকাতির ঘটনায় পুরো রূপগঞ্জে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন বলেন, পুলিশ ডাকাতি হওয়া বাড়িঘর পরিদর্শন করেছে। ডাকাতদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।



Post a Comment