শুক্রবার (১০ মার্চ) বিকেলে রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার রূপসী খন্দকার বাড়িতে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট তৈমূর আলম খন্দকার এই আহবান রাখেন।
ওলামাদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা ওলামাদলের সভাপতি মুন্সি সামছুর রহমান খান বেনুর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদল নেতা মাহাবুবুর রহমান, যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন মিয়া, আব্দুল কাইয়ুম, আমির হোসেন, ইদ্রিস আলী, ডা. শাহীন, শাহীনা আক্তার রেহেনা, মোহাম্মদ আলী, আব্দুল হালিম, আজাদ, আলমগীর, তারাব পৌর ওলামাদলের সভাপতি কামাল খান, আব্দুল হাই তালুকদার, আলম মিয়া, আবুল কালাম প্রমুখ।
এড. তৈমূর আলম খন্দকার আরো বলেন, জনগণকে সচেতন থাকতে হবে। ভোট দেয়ার পবিত্র আমানত সরকার বা সরকারী সন্ত্রাসী বাহিনী কেড়ে নিতে পারে না। বিরোধী দলীয় নেতাকর্মীদের শুধু গুম, খুন ও গ্রেফতার নির্যাতন করেই সরকার খ্যান্ত হয়নি। জানমালের নিরাপত্তার বিঘœ ঘটিয়ে গণমানুষের কথা বলা, মিছিল মিটিং করার অধিকার হরণ করেছে। আন্দোলন সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া অন্য কোন বিকল্প নেই।



Post a Comment