জানা গেছে, বুধবার সকাল ৮টা হতে বিপুল সংখ্যক পরিবহন শ্রমিকেরা শিমরাইল, কাঁচপুর সেতুর পূর্ব ও পশ্চিম ঢালে বিভিন্ন পয়েন্টে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়।
কাঁচপুর সেতু দিয়ে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক দিয়ে ৩টি রুটে যানবাহন চলাচল করলেও ধর্মঘটের কারণে সেতুর পয়েন্ট দিয়ে গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। রোগী পরিবহনের অ্যাম্বুলেন্স ছাড়া কোন পরিবহনই চলতে দেওয়া হচ্ছে না। রিক্সা ভ্যানের চাকার হাওয়া ছেড়ে দেওয়া হচ্ছে।
কাঁচপুর পয়েন্টে থাকা জাতীয় ডিজিটাল সড়ক পরিবহন শ্রমিক লীগের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি জসিম উদ্দিন আহমেদ চৌধুরী জানান, কেন্দ্রীয় নির্দেশে শান্তিপূর্ণভাবে পরিবহন শ্রমিকরা ধর্মঘট পালন করে যাচ্ছে।
নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের শিমরাইল ট্রাফিক বক্সে দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোল্লা তাসলিম হোসেন জানান, সকাল পরিবহন শ্রমিকদের অবরোধের কারণে কোনো যান চলাচল করতে পারছে না। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েছেন।
এদিকে নারায়ণগঞ্জ রেল স্টেশন মাস্টার গোলাম মোস্তফা জানান, ঢাকা-নারায়ণগঞ্জ রুটে গণ পরিবহন বন্ধ থাকায় ট্রেনে যাত্রী ভীড় বেড়েছে। তবে কোন সমস্যা হয়নি।



Post a Comment