সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

পুরুষ নির্যাতন আইনের দাবীতে মানববন্ধন


বাংলাদেশে নারী নির্যাতন আইন আছে, সেই আইনের অপব্যবহার করে পুরুষ জাতীকে সমাজের কাছ থেকে বিভিন্নভাবে অর্থনৈতিক, মানসিক এমনকি শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলা সহ বিভিন্ন প্রকার হয়রানির শিকার করছে নারীরা এমটাই বললেন, পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ (পুনিপ্রআবিডি) নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক মো: বাবুল মিয়া।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সামনে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ (পুনিপ্রআবিডি) নারায়ণগঞ্জ জেলা শাখা কৃর্তক আয়োজিত এক মানবনন্ধনে এমন কথা বলেন তিনি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার উদ্দেশ্য বাবুল মিয়া বলেন, পুরুষ নির্যাতন প্রতিরোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেনো আইন না থাকায় আমরা পুরুষরা কোনো ভাবেই কোনো প্রকার আইনী সহযোগীতা পাচ্ছিনা। যার কারনে পুরুষ জাতির এই সমস্ত নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে ২১দফা দাবী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে পেশ করা হবে।
তিনি, বাংলাদেশে পুরুষ নির্যাতন দমন আইন, নারী ও শিশু নির্যাতন দমন ও যৌতুক আইনের সংশোধন, নারী নির্যাতন ও যৌতুক মামলা বিশেষ ট্রাইব্যুনালে দ্রুত শেষ করার ব্যবস্থা, কারন ওই সময়টা উভয়ের যৌবনের মূল্যবান সময়, নারী নির্যাতন ও যৌতুক মামলা মিথ্যা প্রমাণিত হলে ঐ মামলার বাদীকে একটি জীবন নষ্ট করার দায়ে কঠিন শাস্তির আদেশ সহ পর্যাপ্ত জরিমানা নির্ধারন করার ব্যবস্থা, বিনা অপরাধে জেল খাটালে বাদীকে ক্ষতিপূরণ সহ কঠিন শাস্তির ব্যবস্থা, সুষ্ঠু তদন্ত ছাড়া গ্রেফতারী পরোয়ানা জারী করা যাবে না, আইনের ক্ষেত্রে নারী-পুরষ বিবেচনা করা যাবে না এবং নারী পুরুষের সমান অধিকার ২১দফা দাবী তুলে ধরেন।
এছাড়াও নারী-পুরুষ ও শিশু নির্যাতন আমাদের কাম্য নয়, আমরা চাই নির্যাতন মুক্ত সুখী ও সমৃদ্ধশালী একটি দেশ হয়ে বাংলাদেশ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের আরেকজন আহবায়ক শেখ খায়রুল আলম সহ সংগঠনের সদস্যবৃন্দরা।

Post a Comment

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম