এ ঘটনার ৩দিন পর পরীক্ষার্থীর পিতা জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে বন্দর থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন। যার নং ১১(৩)১৭ইং।
বন্দর থানাধীন মদনপুর ছোট সাহেব বাড়ি এলাকার মৃত এনায়েত উল্লাহ ভুইয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন মামলায় উল্লেখ করেন, তার মেয়ে মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। মদনপুর মাষ্টার বাড়ি এলাকার শাহজাহান মিয়ার ছেলে শামীম (২২) তাকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে বিরক্ত করে আসছে।
গত ৬ মার্চ বেলা ১ টায় ওমর আলি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে দেওয়ানবাগ ব্রিজের কাছে পৌঁছালে এ সময় পূর্ব থেকে শামীম তার পিতা শাহজাহান এবং অন্যতম সহযোগী লিমন ও সাইফুল মিলে একটি সিএনজিযোগে অপহরণ করে নিয়ে যায়।
এ ব্যাপারে ষোঁড়শীর পিতা শামীমদের বাড়িতে মেয়ের খোঁজ খবর জানতে চাইলে বিবাদীরা তাকে গালমন্দসহ হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে বৃহস্পতিবার সকালে পিতা-পুত্রসহ ৪জনকে আসামী করে বন্দর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।



Post a Comment