সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

আপনার সাহায্যে শাহজাহান ফিরে পেতে পারে নতুন জীবন


বন্দর থানার একরামপুর এলাকার কদমরসূল আবেদীয়া খানকা শরীফের খাদেম মোঃ শাহাজাহান রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন আছে। তার হার্টের দুটি বাল্ব নষ্ট হয়ে গেছে। উক্ত বাল্ব সংস্থাপনের জন্য ৩ লাখ টাকার প্রয়োজন।টাকার অভাবে ক্ষুদ্র ব্যবসায়ী ও দিনমজুর শাহজাহান হাসপাতালে ধুকে ধুকে দিন কাটাচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধি, দানবীর ও সমাজের সহৃদয়বান ব্যক্তিদের সাহায্যে শাহজাহান ফিরে পেতে পারে নতুন জীবন। সে বর্তমানে ডাঃ মঞ্জুরুল আলম, অধ্যাপক হৃদরোগ ইনিষ্টিটিউট, সোহরাওয়ার্দী হাসপাতাল, বেড ৩৪ ওয়ার্ড-৪ তে ভর্তি আছেন। মোবাইল-০১৬২১১৫৩০৩০। সাহায্য পাঠাবার একাউন্ট নাম্বার: ০৩৬৬১০১৯৫৬৩০ (সেভিংস) পুবালী ব্যাংক কালির বাজার শাখা নারায়ণগঞ্জ।

Post a Comment

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম