সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

ফতুল্লায় প্রাথমিক বিদ্যালয়’র ভবন উদ্বোধন করলেন শামীম ওসমান


ফতুল্লা নন্দলালপুর এলাকায় নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মান কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান। বুধবার (৮ মার্চ) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে তিনি ভিত্তি প্রস্তর স্থাপনের মাধ্যমে এই বিদ্যালয়ের নির্মান কাজ উদ্বোধন করেন।
সভায় নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি বায়েজিদ হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ একেএম শামীম ওসমান।
ভিত্তি প্রস্তর স্থাপনের পর সংক্ষিপ্ত বক্তব্যে শামীম ওসমান বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। আর বিদ্যালয় হচ্ছে শিক্ষিত জাতী গঠনের প্রতিষ্ঠান। এই বিদ্যালয় হতে আগামী দিনের জাতী গঠনের নেতৃত্ব বের হয়ে আসবে।
শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনারা মাদকের আগ্রাসন হতে মুক্ত থাকেন। মাদক সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যায়।
এ সময় আরো উপস্থিত ছিলেন হাজী জসিম উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক মো: সানাউল্লাহ, সেচ্ছাসেবকলীগ নেতা মো: সোহেল, প্রজন্মলীগ নেতা দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা সালাউদ্দিন ভুইয়া, মো: ইলিয়াছ, ইকবাল প্রমুখ।

Post a Comment

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম