প্রয়াত ভাষা সৈনিক নাগিনা জোহাকে স্মরণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয় মহিলা সংস্থা। ৮মার্চ বুধবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে বিশ্ব নারী দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়। সভায় নারায়ণগঞ্জের বিভিন্ন শ্রেণি পেশার নারীরা ও তাঁর পরিবারের সদস্যরা নাগিনা জোহার জীবদ্দশার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় অনেকেই আবেগআপ্লুত হয়ে পড়েন। আবার অনেককেই নীরবে চোখের জল মুছতে দেখা যায়।
নারায়ণগঞ্জ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও শামীম ওসমান এমপি’র সহধর্মিণী সালমা ওসমান লিপির সঞ্চালনায় বক্তব্য দেন নারী আসনের এমপি হোসনে আরা বাবলী, নাগিনা জোহার পুত্রবধু ও প্রয়াত এমপি নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান, এ কে এম সেলিম ওসমান এমপির সহধর্মিণী নাসরিন ওসমান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সহধর্মিণী নাজমুননাহার, মুক্তিযোদ্ধা ফরিদা ইয়াসমীন, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি প্রফেসর শিরিন বেগম, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তী, প্রয়াতের কন্যা নিগার সুলতানা, নার্গিস সুলতানা প্রমুখ।
প্রসঙ্গত নাগিনা জোহা ছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত এমপি এ কে এম শামসুজ্জোহার স্ত্রী। বহু গুণে গুণান্বিতা এই মহীয়সী নারী একাধারে ছিলেন ভাষা সৈনিক, কবি, কণ্ঠ শিল্পী ও সংগঠক। এছাড়াও তিনি প্রয়াত এমপি নাসিম ওসমান, বর্তমান এমপি সেলিম ওসমান ও শামীম ওসমানের মা।



Post a Comment