সর্বশেষ সংবাদ


ফতুল্লা

রূপগঞ্জ

সিদ্ধিরগঞ্জ

নারী দিবসে নারায়ণগঞ্জে অধিকারের মানববন্ধন


‘নারীর প্রতি সহিংসতা রুখে দাঁড়াও’ এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার (৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার নারায়ণগঞ্জ ইউনিট।
মানববন্ধনে সাংবাদিক, অধিকারেরকর্মী ও বিভিন্ন কলেজ-বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
এসময় তাদের হাতে শোভা পায় ব্যানার ও নারীর প্রতি সহিংসতা বন্ধে বিভিন্ন শ্লোগান লেখা ফেস্টুন।
অধিকারের কর্মী, অধিকারের নারায়ণগঞ্জের সমন্বয়ক সাংবাদিক বিল্লাল হোসেন রবিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মর্গান স্কুল এন্ড কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক ও মানবাধিকারকর্মী এম কবির ইউ চৌধুরী, অধিকারের কর্মী সাংবাদিক এস এম এনামুল হক প্রিন্স, আমাদের সময় ডটকমের নারায়ণগঞ্জ প্রতিনিধি মঞ্জুর আহমেদ অনিক, অধিকারের কর্মী রাজিয়া সুলতানা শিশির, মো: আশরাফ সিদ্দিকী দুপুর, ছিফায়েত উল্লাহ মাসফি, তাসলিমা আক্তার আখি, প্রিয়াঙ্কা রায়, কলেজ শিক্ষার্থী শিমুল মোহাম্মদ, আফরিন আহমেদ, শামীমা রিতা, শুভ হোসেন জিয়াদ, নাজমুল হোসেন আশিক, জাহিদ হাসান, শাহ রিয়াজ মাহমুদ শুভ্র, রেদওয়ান হাওলাদার, ফয়েজ উল্লাহ মায়িদ, রাহাত শোভন, প্লাবন দাস প্রমুখ।

Post a Comment

 



Copyright © 2013 যুগের নারায়ণগঞ্জ
ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ও থিম ডিজাইন : নাজমুল হাসান সিয়াম ও মাহমুদুল হাসান By যোগাযোগ 01712934841,01791011727. Powered by সিয়াম